Gupt Navratri: এই দিন থেকে গুপ্ত নবরাত্রি শুরু হচ্ছে, জ্যোতিষীর কাছ থেকে জেনে নিন পূজার শুভ সময়
- Published by:Uddalak B
- trending desk
Last Updated:
Gupt Navratri: দেওঘরের পাগল বাবার আশ্রমে অবস্থিত মুদ্গল জ্যোতিষ কেন্দ্রের বিখ্যাত জ্যোতিষী পণ্ডিত নন্দকিশোর মুদগল আমাদের জানান, সারা বছরে মোট চারটি নবরাত্রি পালিত হয়।
নবরাত্রি হিন্দু ধর্মের অন্যতম পবিত্র উৎসব। নবরাত্রির দিনে দেবী দুর্গার নয়টি রূপের পূজা করা হয়। এমনটা বিশ্বাস করা হয় যে সারা বছরে মোট চারটি নবরাত্রি উৎসব পালন করা হয়। শারদীয় ও চৈত্র নবরাত্রি ছাড়াও আরও দু’টি নবরাত্রি পালিত হয়, যা গুপ্ত নবরাত্রি নামে পরিচিত। গুপ্ত নবরাত্রিতে, দেবী দুর্গার ন’টি রূপ গোপনে পূজা করা হয়। এতে ভক্তদের সকল প্রকার কষ্টের অবসান হয় এবং দেবী দুর্গার বিশেষ আশীর্বাদ বর্ষিত হয়।
এ বারে জেনে নেওয়া যাক দেওঘরের জ্যোতিষীর কাছ থেকে নতুন বছরের প্রথম গুপ্ত নবরাত্রি কবে শুরু হতে চলেছে।
দেওঘরের পাগল বাবার আশ্রমে অবস্থিত মুদ্গল জ্যোতিষ কেন্দ্রের বিখ্যাত জ্যোতিষী পণ্ডিত নন্দকিশোর মুদগল আমাদের জানান, সারা বছরে মোট চারটি নবরাত্রি পালিত হয়। এর মধ্যে একটি চৈত্র নবরাত্রি, একটি শারদীয়া নবরাত্রি এবং দুটি গুপ্ত নবরাত্রি রয়েছে। মাঘ মাসের গুপ্ত নবরাত্রি আগামী ১০ ফেব্রুয়ারি থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। গুপ্ত নবরাত্রিতে, দেবী দুর্গার নয়টি রূপের পূজা করা হয় এবং দেবী কালীকে গোপনে পূজা করা হয়।
advertisement
advertisement
তন্ত্র-মন্ত্রের জ্ঞান ও অনুশীলনের জন্য গুপ্ত নবরাত্রির বিশেষ গুরুত্ব রয়েছে বলে মনে করা হয়। গুপ্ত নবরাত্রি পালনকারী ভক্তরা সমস্ত ঝামেলা ও অশান্তি থেকে মুক্তি পান। গুপ্ত নবরাত্রির সময়, তান্ত্রিক, সাধক এবং অঘোরীরা তন্ত্র-মন্ত্রের সাফল্য অর্জনের জন্য গোপন সাধনা করেন।
ঘট স্থাপনের শুভ সময়
গুপ্ত নবরাত্রি শুরু হতে চলেছে আগামী ১০ ফেব্রুয়ারি এবং শেষ হবে ১৮ ফেব্রুয়ারি। গুপ্ত নবরাত্রিতে ঘটস্থাপনার শুভ সময় ১০ ফেব্রুয়ারি সকাল ৮টা বেজে ২৩ মিনিট থেকে ১০টা বেজে ১৫ মিনিট পর্যন্ত।
advertisement
মা দুর্গার এই ৯টি রূপ গুপ্ত নবরাত্রির সময় পূজা করা হয়:
প্রথম দিন মা কালী
দ্বিতীয় দিন মা তারা
তৃতীয় দিন মা ত্রিপুরা সুন্দরী
চতুর্থ দিন মা ভুবনেশ্বরী
পঞ্চম দিন মা ছিন্নমস্তিকা
ষষ্ঠ দিন মা ত্রিপুরভৈরবী
সপ্তম দিন মা ধূমাবতী
অষ্টম দিন মা বগলামুখী
নবম দিন মা মাতঙ্গী
দশম দিন মা কমলা
Location :
Kolkata,West Bengal
First Published :
January 13, 2024 5:17 PM IST
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Gupt Navratri: এই দিন থেকে গুপ্ত নবরাত্রি শুরু হচ্ছে, জ্যোতিষীর কাছ থেকে জেনে নিন পূজার শুভ সময়