Good Luck Tips: চিরতরে শত্রু মিটবে, দূর হবে বাধা! এই ব্রত রেখে পুজো করুন, জানুন জ্যোতিষকথা
- Written by:Trending Desk
- local18
- Published by:Raima Chakraborty
Last Updated:
Good Luck Tips: প্রতি মাসের ত্রয়োদশীতে প্রদোষ উপবাস পালন করা হয়, এটি মঙ্গলবার পালন করা হলে একে ভৌম প্রদোষ ব্রত বলা হয়।
কলকাতা: ভৌম প্রদোষ উপবাস পালিত হল ২৩ জানুয়ারি। প্রতি মাসের ত্রয়োদশীতে প্রদোষ উপবাস পালন করা হয়, এটি মঙ্গলবার পালন করা হলে একে ভৌম প্রদোষ ব্রত বলা হয়।
কথিত আছে যে এই দিনে উপবাস ও বিশেষ ভাবে পূজা করলে ভগবান শিব এবং হনুমান উভয়ের আশীর্বাদ ভক্তের উপর পড়ে এবং যাঁদের ঋণ আছে তাঁরাও ঋণমুক্ত হন। উত্তরাখণ্ডের রাজধানী দেহরাদুনের বাসিন্দা পণ্ডিত যোগেশ কুকরেতি জানিয়েছেন যে, প্রতি মাসে দুটি প্রদোষ উপবাস পালন করা হয়, তবে মঙ্গলবার যে প্রদোষ উপবাস পালন করা হয় তা হল ভৌম প্রদোষ উপবাস।
advertisement
আরও পড়ুন: বিশ্বের সেরা আকর্ষণীয় পুরুষ কারা? তালিকায় এল ১০ নাম, চোখ সরানো দায়! হৃত্বিক কত নম্বর?
তিনি আরও জানিয়েছেন যে, এই দিনে কাউকে লাল জিনিস দান করা উচিত, যা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। যাঁরা জীবনে বেশি দুর্ঘটনার সম্মুখীন হচ্ছেন তাঁদেরও লাল জিনিস দান করা উচিত বা শিবকে লাল ফুল দিয়ে পুজো করা উচিত।
advertisement
advertisement
আরও পড়ুন: ফুসফুসের ফোর্থ স্টেজ ক্যানসার, কেমোথেরাপি নিয়েই জিমে সঞ্জয় দত্ত! বলিউডের ‘বাবা’ এখন কেমন আছেন?
পণ্ডিত যোগেশ কুকরেতি আরও বলেন যে, যাঁরা ঋণে জর্জরিত হয়ে রয়েছেন তাঁদের জন্যও ভৌম প্রদোষ উপবাস খুবই গুরুত্বপূর্ণ। এই ধরনের মানুষরা এই উপবাস পালন করতে পারেন এবং তাঁদের এই দিনে আচার অনুসারে মঙ্গল পূজা করা উচিত, এতে তাঁদের সব ঋণ শোধ হয়ে যাবে। এই দিন সন্ধ্যায় রুদ্রাভিষেক করে ভগবান শিবের পূজা করতে হবে, দুধ, দই, ঘি, চিনি ও মধু দিয়ে শিবকে আচার স্নান করাতে হবে, এতে জীবনের সমস্ত ঝামেলা দূর হবে।
advertisement
শত্রুদের শান্ত করার উপায়
ভৌম প্রদোষ ব্রত সেই সমস্ত মানুষদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যাঁরা সর্বদা তাঁদের শত্রুদের ভয়ে তটস্থ থাকেন। শত্রু এবং বিরোধীদের শান্ত করার জন্য, ভৌম প্রদোষের দিনে বজরঙ্গবলীর পূজা করা উচিত। এর জন্য ভৌম প্রদোষের দিন সকালে লাল বস্ত্র পরিধান করে ভগবান হনুমানের পূজা করা উচিত।
advertisement
এই দিন পুজোয় ভগবান হনুমানকে লাল ফুলের মালা এবং একটি ত্রিকোণাকার তামার টুকরো অর্পণ করতে হবে, এরপর গুড়ের নৈবেদ্য দিয়ে প্রদীপ জ্বালিয়ে পুজো করতে হবে। পুজো করার পর সঙ্কটমোচন হনুমানাষ্টক ১১ বার পাঠ করতে হবে।
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 23, 2024 10:43 PM IST
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Good Luck Tips: চিরতরে শত্রু মিটবে, দূর হবে বাধা! এই ব্রত রেখে পুজো করুন, জানুন জ্যোতিষকথা











