Snake Astro Tips: বাড়িতে খোলস ছেড়েছে সাপ? এটা দেখে ফেলা 'শুভ' না 'অশুভ'? সাংঘাতিক ইঙ্গিত!
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
বলা হয়, সাপের খোলসের কিছুটা অংশ নিয়ে লাল কাপড়ে ভরে আলমারিতে রাখলে বাড়িতে অর্থের আগমন হবে।
সাপকে ভয় পায় না এমন মানুষ বোধহয় খুব কমই আছে। আর পৃথিবীতে আইসল্যান্ড ছাড়া এমন কোনও জায়গা নেই যেখানে সাপ দেখতে পাওয়া যাবে না। গ্রামে-গঞ্জে, শহরে সর্বত্র সাপের উপদ্রব। সাপের কামড়ের পরিণাম যে কী, তা তো আর কারও অজানা নয়।

advertisement
advertisement
গ্রীষ্মকালে সাপের কামড়ের ঘটনা অবিশ্বাস্যভাবে বেড়ে যায়। গ্রামীণ এলাকা হোক বা শহরের আবাসিক এলাকা, সর্বত্রই মানুষ সাপের মুখোমুখি হতে হয়। এমন পরিস্থিতিতে, সাপের কামড় এবং এর ফলে মৃত্যুর সংখ্যাও হঠাৎ করে বাড়তে শুরু করে।

advertisement
এই সাপ নিয়ে রয়েছে একাধিক মিথ। রাস্তায় বা ঝোপেঝাড়ে অনেক সময়েই দেখতে পাওয়া যায় সাপের খোলস। কিন্তু সেটা কি শুভ নাকি অশুভ, সেটা জানেন?

বাড়িতে সাপের খোলস ছাড়া শুভ। এটি মহিলাদের জন্য খুবই ভাল ফল দেয়।
advertisement

বলা হয়, সাপের খোলসের কিছুটা অংশ নিয়ে লাল কাপড়ে ভরে আলমারিতে রাখলে বাড়িতে অর্থের আগমন হবে।সাপের

advertisement
স্বপ্নশাস্ত্রে সাপের স্বপ্নকে সাধারণত শুভ স্বপ্ন মানা হয়। ধরা হয়, সাপের স্বপ্ন সুখ, সমৃদ্ধি ও ধনলাভের দিকে ইঙ্গিত করে।

advertisement
যদি স্বপ্নে দেখেন সাপ আপনাকে ছোবল মারছে, তাহলে তা অত্যন্ত অশুভ, মারাত্মক বিপদের ইঙ্গিতবাহী। জীবনে খারাপ কিছু ঘটতে চলেছে। যদি দেখেন, পায়ের ওপর সাপ চড়ছে, তার মানে প্রচুর টাকা আসবে হাতে।

advertisement
জ্যোতিষে এটা মনে করা হয়, বিবাহিত দম্পতিরা যদি স্বপ্নে সাপ দেখেন, তাহলে তার অর্থ হব তাদের জীবন সুখের সাগরে ভাসবে।

স্বপ্নে জোড়া সাপ দেখাও সৌভাগ্যের প্রতীক। রতিক্রিয়ারত সাপ দেখলেও তা সৌভাগ্য বলেই ধরা হয়।

বলা হয়, সাপের খোলসের কিছুটা অংশ নিয়ে লাল কাপড়ে ভরে আলমারিতে রাখলে বাড়িতে অর্থের আগমন হবে।
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
May 15, 2025 10:33 AM IST
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Snake Astro Tips: বাড়িতে খোলস ছেড়েছে সাপ? এটা দেখে ফেলা 'শুভ' না 'অশুভ'? সাংঘাতিক ইঙ্গিত!