Nag Panchami 2023: অতিজাগ্রত নাগপঞ্চমীর সঙ্গেই এবার বিশেষ তিথির যোগ! জেনে নিন দেবতাকে তুষ্ট করে কীভাবে কাটাবেন কালসর্প দোষ
- Written by:Trending Desk
- local18
- Published by:Anulekha Kar
Last Updated:
এই বছর, নাগপঞ্চমী তিথিতে একটি বিস্ময়কর কাকতালীয় ঘটনা ঘটছে। শুদ্ধ শ্রাবণ মাসের সোমবার নাগপঞ্চমী পালিত হবে।
ভারতীয় জ্যোতিষশাস্ত্র অনুসারে মনে করা হয়, যদি কোনও জাতক বা জাতিকার জন্মকুণ্ডলীতে কালসর্প দোষ থাকে তা তাঁর জীবনে ভয়াবহ হয়ে দেখা দিতে পারে। অথচ, এই দোষ আছে এমন জাতক-জাতিকা যদি নাগপঞ্চমীর দিন নাগপূজা করেন, তাহলে সেই কালসর্প দোষ থেকে মুক্তি পেতে পারেন।
হিন্দু ধর্মে নাগপঞ্চমীর গুরুত্ব অপরিসীম। প্রতি বছর শ্রাবণ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে নাগপঞ্চমী পালিত হয়। এই বছর, নাগপঞ্চমী তিথিতে একটি বিস্ময়কর কাকতালীয় ঘটনা ঘটছে। শুদ্ধ শ্রাবণ মাসের সোমবার নাগপঞ্চমী পালিত হবে।
advertisement
দেওঘরের জ্যোতিষী পণ্ডিত নন্দকিশোর মুদগল জানান, এই বছর নাগপঞ্চমীতে একটি বিশেষ যোগ তৈরি হচ্ছে। আগামী ২১ অগাস্ট শুদ্ধ শ্রাবণ সোমবার। ওই একই দিনে পালিত হবে নাগপঞ্চমী। এই দিনে সর্প দেবতাকে দুধ-কলা নিবেদন করতে হয়। এই দিনে ভগবান মহাদেবেরও বিশেষ পূজা বিহিত। শুদ্ধ চিত্তে শিবলিঙ্গের দুধ দিয়ে অভিষেক করে বেলপত্র নিবেদন করতে হবে। তাহলে মনের সমস্ত ইচ্ছা পূরণ হবে। এই আচার পালন করলে কালসর্প দোষ থেকে মুক্তি পাওয়াও সম্ভব হবে।
advertisement
শুভ মুহূর্ত—
শ্রাবণ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে নাগপঞ্চমী পালিত হয়। এই বছর ঠিক কখন শুভ মুহূর্ত, জেনে নেওয়া যাক বিস্তারিত।
এই বছর পঞ্চমী তিথি শুরু হচ্ছে ২০ অগাস্ট দুপুর ১২টা বেজে ২৩ মিনিটে। এই তিথি থাকবে পরের দিন অর্থাৎ ২১ অগাস্ট সোমবার রাত ২টো বেজে ১২ মিনিট পর্যন্ত। উদয়কালের নিরিখে ২১ অগাস্ট পালিত হবে নাগপঞ্চমী। আর পূজার শুভ সময় সকাল ৭টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত।
advertisement
নাগপঞ্চমীর পূজা পদ্ধতি—
নাগপঞ্চমীর দিন ভুল করেও কোনও জীবন্ত সাপকে দুধ দেওয়া যাবে না। বরং সর্পদেবতার প্রতিমায় দুধ-কলা নিবেদন করতে হবে। সেই সঙ্গে ভগবান শিবকেও দুধ দিয়ে অভিষেক করতে হবে। নিবেদন করতে হবে বেলপাতা, ধুতুরা ফুল। এই ভাবে উপাসনা করলে জীবনের সমস্ত সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে।
advertisement
নাগপঞ্চমীর দিনে পূজার প্রধান উপকরণ হল দুধ। শুধু তাই নয়, ক্ষীর, মিষ্টি সবই সর্পদেবতার উদ্দেশে নিবেদন করা যায়।
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Aug 08, 2023 6:29 PM IST
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Nag Panchami 2023: অতিজাগ্রত নাগপঞ্চমীর সঙ্গেই এবার বিশেষ তিথির যোগ! জেনে নিন দেবতাকে তুষ্ট করে কীভাবে কাটাবেন কালসর্প দোষ











