Dhanteras 2022: ধনতেরসের দিন অবশ্যই জপ করুন এই স্তোত্র, সারা বছর অর্থের অভাব হবে না

Last Updated:

ধনতেরসে ধন্বন্তরি স্তোত্র জপ করলে ধন-সম্পদ ও অন্নে ঘর ভরে যায়। এর ফলে ঘরে সুখ-সমৃদ্ধি থাকে এবং ঘরের নিরাপত্তা সর্বদা পূর্ণ থাকে

Dhanteras 2022: দীপাবলির উৎসব ধনতেরস দিয়ে শুরু হয়। ধনতেরস অর্থাৎ ধন ত্রয়োদশী। এই বছর ধনতেরস পড়েছে শনিবার, ২২ অক্টোবর। এই দিনে দেবী লক্ষ্মী এবং ভগবান কুবেরের বিশেষ পুজো করা হয়। কথিত আছে যে ধনতেরসে কেনা জিনিসগুলি খুব শুভ প্রতিপন্ন হয় গৃহস্থের ভাগ্যে। ধনতেরসে স্বর্ণ ও রৌপ্য মুদ্রা কেনাকে সবচেয়ে শুভ এবং ফলদায়ক বলে মনে করা হয়। তবে এগুলি ছাড়াও ধনতেরসের এমন কিছু ব্যবস্থাও শাস্ত্রে বলা হয়েছে, যা অবলম্বন করলে লক্ষ্মী দেবীকে খুশি করা যায়। ধনতেরসে ভগবান ধন্বন্তরির পুজো করা হয়। তাঁর কৃপায় সম্পদের সঙ্গে সুস্বাস্থ্যও অর্জিত হয়।
ধন্বন্তরি স্তোত্রের মাহাত্ম্য -
পণ্ডিত ইন্দ্রমণি ঘনস্যালের মতে, ধনতেরসে ধন্বন্তরি স্তোত্রের অনেক গুরুত্ব রয়েছে। মা লক্ষ্মী শুধু ধন্বন্তরী স্তোত্র জপ করলেই প্রসন্ন হন না, তাঁর কৃপায় সারা বছর কখনও অর্থের অভাব হয় না। ভগবান ধন্বন্তরির জন্ম ধনতেরসে। এমনটা বিশ্বাস করা হয় যে ব্যক্তি ধনতেরসের রাতে ভগবান ধন্বন্তরির পুজো করেন, তাঁর বাড়িতে অর্থের অভাব হয় না। ধনতেরসে ধন্বন্তরি স্তোত্র জপ করলে ধন-সম্পদ ও অন্নে ঘর ভরে যায়। এর ফলে ঘরে সুখ-সমৃদ্ধি থাকে এবং ঘরের নিরাপত্তা সর্বদা পূর্ণ থাকে।
advertisement
advertisement
  • ওম শঙ্খং চক্রং জলৌকাং দধদমৃতঘটং চারুদোর্ভিশ্চতুর্ভিঃ।
  • সূক্ষ্মস্বচ্ছাতিহৃদ্যাংশুকঃ পরিবিলসন্মোলিমংভৌজনেত্রম।।
  • কালাম্ভোদোজ্জ্বলাঙ্গং কটিতটবিলসচ্চারুপীতাম্বরাঢ্যম।
  • বন্দে ধন্বন্তরিং তং নিখিলগদবনপ্রৌঢদাবাগ্রিলীলম।।
  • ওম নমো ভগবতে মহাসুদর্শনায় বাসুদেবায় ধন্বন্তরায়ৈঃ।
  • অমৃতকলশ হস্তায় সর্ব ভয়বিনাশায় সর্ব রোগনিবারণায়।।
advertisement
  • ত্রিলোকপথায় ত্রিলোকনাথায় শ্রী মহাবিষ্ণুস্বরূপ।
  • শ্রী ধন্বন্তরি স্বরূপ শ্রী শ্রী শ্রী ঔষধচক্র নারায়ণায় নমঃ।।
জ্যোতিষীদের মতে, ধনতেরসের সন্ধ্যায় উত্তর দিকে পুজোর জন্য একটি পদ প্রস্তুত করতে হবে। চৌকিতে কুবের, ধন্বন্তরি এবং মা লক্ষ্মীর মূর্তি স্থাপন করে পুজো করতে হবে। ভগবান কুবেরকে সাদা মিষ্টি এবং ভগবান ধন্বন্তরিকে হলুদের তৈরি মিষ্টি নিবেদন করা দরকার। এর পরে, গণেশজি এবং মাতা লক্ষ্মীর পুজো করে আরতি করতে হবে। তারপর ধন্বন্তরি স্তোত্র পাঠ শুরু করতে হবে। সবশেষে সকল দেবতার আশীর্বাদ নিয়ে সুখ ও সমৃদ্ধি কামনা করতে হবে নিজের পরিবারের জন্য।
advertisement
Disclaimer: উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ ১৮ বাংলা বাধ্য বা অনুপ্রাণিত করেনা, ব্যবহারিক প্রয়োগের আগে বারেবারে ভাবনা চিন্তা করে তবেই সিদ্ধান্তে আসুন ৷
view comments
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Dhanteras 2022: ধনতেরসের দিন অবশ্যই জপ করুন এই স্তোত্র, সারা বছর অর্থের অভাব হবে না
Next Article
advertisement
SIR Update: কবে বাড়িতে আসবেন বিএলও, কীভাবে জানবেন ভোটার? বাড়িতে না থাকলে কি SIR-এ নাম কাটা যাবে? জবাব দিল কমিশ
কবে বাড়িতে আসবেন বিএলও, কীভাবে জানবেন ভোটার? বাড়িতে না থাকলে কি নাম কাটা যাবে? জেনে নিন
  • এসআইআর নিয়ে আশ্বস্ত করল নির্বাচন কমিশন৷

  • কবে বাড়িতে আসবেন বিএলও?

  • নাম কাটা যাওয়ার ভয় দূর করলেন রাজ্যের সিইও৷

VIEW MORE
advertisement
advertisement