টাকা টানার চুম্বক এই গাছ! বাড়িতে নিয়ম মেনে রাখলে সংসারে কোনওদিন অভাব থাকবে না
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Crassula plant: এই গাছ বাড়িতে রাখার কিছু নিয়ম আছে। সংসারে টাকা, সুখের অভাব হবে না কোনওদিন।
কলকাতা: বাস্তুশাস্ত্রে কিছু গাছকে খুব খুবই শুভ বলে মনে করা হয়। বাড়িতে এই গাছগুলি লাগালে মা লক্ষ্মীর আশীর্বাদ ছথাকে। সংসারে সুখ, সমৃদ্ধি ও উন্নতির দরজা খুলে যায়।
এরকমই একটি গাছ হল ক্র্যাসুলা। এটি জেড প্ল্যান্ট নামেও পরিচিত। লোকজন এটিকে টাকার চুম্বকও বলে। কারণ এটি ঘরে রাখার পর অর্থ পাওয়ার সম্ভাবনা তৈরি হতে শুরু করে। এই গাছটি দেখতে খুব ছোট হলেও এর প্রভাব অনেক বেশি। এটি সহজেই বাড়ি, অফিস, দোকান যে কোনও জায়গায় রাখা যায়।
আরও পড়ুন- শিশুদের জ্বর হলে সমস্যায় পড়বেন না তো মা-বাবারা? ওষুধ নিয়ে বড় সতর্কতা জারি
অর্থ আকর্ষণের বিশেষত্বের কারণে ক্র্যাসুলা গাছকে মানি প্ল্যান্ট, গুড লাক প্ল্যান্ট এবং মোহিনী প্ল্যান্টও বলা হয়। আসুন জেনে নেওয়া যাক কোন কোন স্থানে ক্র্যাসুলা গাছ রাখলে আয় বাড়ে।
advertisement
advertisement
বাড়ির অর্থনৈতিক অবস্থার উন্নতির জন্য প্রবেশদ্বারের ডানদিকে ক্রাসুলা গাছ রাখা খুবই শুভ। যদি তা সম্ভব না হয় তবে বাড়ির প্রধান ফটকেও রাখা যেতে পারে। এটা করলে উন্নতির পথ খুলে যায়।
একইভাবে, কর্মক্ষেত্রে ক্র্যাসুলা গাছ রাখাও খুব শুভ। এটি কর্মক্ষেত্রের দক্ষিণ-পশ্চিম দিকে রাখলে ইতিবাচক প্রভাব থাকে। যে কোনও ব্যক্তি তাতে আরও ভালভাবে কাজ করতে সক্ষম হন। এছাড়া দ্রুত পদোন্নতি হয়।
advertisement
আরও পড়ুন- ঘড়ির ভিড় থেকে একটি হীরের আংটি খুঁজে বার করুন দেখুন তো, সময় মাত্র আট সেকেন্ড
Crassula গাছ বাড়ির ভিতরেও রাখা যেতে পারে। ক্র্যাসুলা গাছ বারান্দাতেও রাখা যেতে পারে। শুধু একটি ব্যাপার লক্ষ্য রাখতে হবে। গাছের বৃদ্ধির দিকটি যেন উত্তর বা পূর্ব দিকে হয়। ক্র্যাসুলা উদ্ভিদ কখনই ঘরের দক্ষিণ দিকে রাখা উচিত নয়। এটাও খেয়াল রাখতে হবে।
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
Mar 27, 2023 7:13 PM IST
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
টাকা টানার চুম্বক এই গাছ! বাড়িতে নিয়ম মেনে রাখলে সংসারে কোনওদিন অভাব থাকবে না









