Chhath Puja 2024: ৩৬ ঘণ্টার কড়া উপোস মুখে দেওয়া যায় না এক বিন্দু জল, কেন খেতে হয় ছটে লাউ ভাত, কারণ চমকে দেওয়ার মতো

Last Updated:

Chhath Puja 2024: ছট পুজো অসম্পূর্ণ লাউ ভাত ছাড়া , কি কারণে খাওয়া হয় এই খাবার!

+
ছট

ছট পুজোয় লাউ ভাত

পুরুলিয়া: দুর্গাপুজো , কালীপুজোর পর এবার ছট উৎসবে মেতেছে আপামর বঙ্গবাসী। হিন্দি ভাষাভাষী মানুষদের কাছে অন্যতম বড় উৎসব এটি। সারা বছর তাঁরা এই উৎসবের অপেক্ষায় থাকেন। তবে শুধু হিন্দি ভাষাভাষী নয় বর্তমানে ছট সমস্ত ধর্মের মানুষেরকাছে অন্যতম বড় উৎসব হয়ে উঠেছে। সমস্ত ধরনের মানুষেরা তাই এই উৎসবের সামিল হন।
জঙ্গলমহল পুরুলিয়াতে চলছে ছট পুজোর প্রস্তুতি। ছট পুজোর প্রথম দিন শুরু হয় লাউ ভাত বা লউকি ভাত দিয়ে। এই দিন ব্রতীরা নখ কেটে, স্নান করে, শুদ্ধ বস্ত্র পরে ছোলার ডাল ও লাউ দিয়ে রান্না করেন। আর এই ভাত খেয়েই তাদের ছট পুজো শুরু হয়। এ বিষয়ে ব্রতী দিয়া সাউ বলেন , মূলত ছট পুজো শুরু হয় লাউ ভাত থেকে। পূর্বপুরুষদের সময় থেকে এই নিয়ম চলে আসছে। এই লাউ ভাত খাওয়ার মূল কারণ হল শরীরের জলের ঘাটতি মেটানো। কারণ এই সময় ব্রতীরা উপোস করে থাকেন তারা জল পান করেন না।
advertisement
advertisement
তাই লাউ ভাত খেলে তাদের শরীরে জলের ঘাটতিমেটে। সেই কারণেই এই লাউ ভাত খাওয়া হয়। প্রথমে ব্রতী এই ভাত খেয়ে থাকেন এরপর পরিবারের অন্যান্য সদস্যরা ও আগত অতিথিরাও এই লাউ ভাত খান। ছট পুজো অসম্পূর্ণ লাউভাত ছাড়া। ছট পুজোর নিয়ম অনুসারে। প্রথম দিন ব্রতীরা লাউ ভাত খেয়ে এই পুজো শুরু করেন। চারদিন ব্যাপী এই পুজো হয়। প্রথম দিন হয় লাউ ভাত , দ্বিতীয় দিন খরনা , তৃতীয় দিন সন্ধ্যা অর্ঘ্য , শেষ দিন সূর্যোদয় অর্ঘ্য। নিষ্ঠা নিয়মের সঙ্গে এই পুজো করতে হয়।
advertisement
মূলত সূর্যদেবের আরাধনা করতেই ছট পুজো করা হয়ে থাকে। রাজ্যের পশ্চিম প্রান্তের জেলা পুরুলিয়া। একসময় এই জেলা ছিল ততকালীন বিহারের অন্তর্গত। ফলে এই জেলায় হিন্দিভাষী মানুষের বসবাসও যথেষ্ট বেশি অন্যান্য জেলার তুলনায়। হিন্দিভাষীদের এই উৎসব এই জেলায় বেশ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এই কারণেই।
Sharmistha Banerjee
view comments
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Chhath Puja 2024: ৩৬ ঘণ্টার কড়া উপোস মুখে দেওয়া যায় না এক বিন্দু জল, কেন খেতে হয় ছটে লাউ ভাত, কারণ চমকে দেওয়ার মতো
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement