এ সময়ে কারও মৃত্যু হলে কীভাবে করতে হয় তাঁর শেষকৃত্য? না জানলে 'সাড়ে-সর্বনাশ'! দুষ্ট প্রভাবে 'নরক' হবে ঘর

Last Updated:

গ্রহণের সময় যদি কেউ মারা যায়, তাহলে মৃতদেহটি একটি পরিষ্কার কাপড় দিয়ে ঢেকে নিরাপদ স্থানে রাখুন। পরিবারের সদস্যরা এবং আত্মীয়স্বজনরা মৃতদেহের কাছে বসে মন্ত্র জপ করতে পারেন অথবা ঈশ্বরের নাম নিতে পারেন।

News18
News18
রবিবার রাতেই ভারতের আকাশে ঘটে এক বিরল মহাজাগতিক মহাদৃশ্য। পূর্ণ চন্দ্রগ্রহণ—যা আবারও রক্তচাঁদ রূপে দেখা দিল। মহাজাগতিক এই খেলা ঘিরে যেমন রয়েছে বৈজ্ঞানিক ব্যাখ্যা, তেমনই রয়েছে প্রাচীন বিশ্বাস, রীতি আর আচার। চাঁদ ঢেকে গেল পৃথিবীর ছায়ায়। আর সেই মুহূর্তেই আকাশে দেখা গেল এক লালচে রহস্যময় চাঁদ। পিতৃপক্ষের শুরুতে শেষ চন্দ্রগ্রহণ হওয়ার কারণে, জ্যোতিষশাস্ত্র বিশেষজ্ঞরা এটিকে শুভ মনে করছেন না।
এবার চন্দ্রগ্রহণ মৃত্যুপঞ্চকে হয়েছে। এর কারণে মৃত্যুপঞ্চকের সঙ্গে গ্রহণের মিল রয়েছে ফলে এই চন্দ্রগ্রহণকে আরও বিপজ্জনক বলে মনে করা হয়। এমন পরিস্থিতিতে মানুষের মনে অনেক প্রশ্ন আসছে। এর মধ্যে একটি প্রশ্ন হল, চন্দ্রগ্রহণের সময় কেউ মারা গেলে কী করবেন? মৃত ব্যক্তির শেষকৃত্য কখন এবং কীভাবে করবেন? নয়ডার জ্যোতিষি রাকেশ চতুর্বেদী এই বিষয়ে জানাচ্ছেন-
advertisement
advertisement
গ্রহণের সময় যদি কেউ মারা যায়, তাহলে মৃতদেহটি একটি পরিষ্কার কাপড় দিয়ে ঢেকে নিরাপদ স্থানে রাখুন। পরিবারের সদস্যরা এবং আত্মীয়স্বজনরা মৃতদেহের কাছে বসে মন্ত্র জপ করতে পারেন অথবা ঈশ্বরের নাম নিতে পারেন। গ্রহণের সময় কোনও মৃতদেহ দাহ করা নিষিদ্ধ বলে মনে করা হয়। শাস্ত্র অনুসারে, এই সময়ে দেহের পাঁচটি প্রধান উপাদান, আগুন, জল এবং অন্যান্য পঞ্চতত্ত্বকে অপবিত্র বলে মনে করা হয়। তাই গ্রহণ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করা উচিত। তবে কিছু পরিস্থিতিতে, যখন মৃতদেহ দীর্ঘ সময়ের জন্য রাখা সম্ভব হয় না তখন গ্রহণের সময় অস্থায়ীভাবে দাহ করা যেতে পারে। তবে, ত্রয়োদশ দিনে চন্দ্রের পুজো এবং শান্তি পাঠ করলেই কেবল মোক্ষ লাভ হয়।
advertisement
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
এ সময়ে কারও মৃত্যু হলে কীভাবে করতে হয় তাঁর শেষকৃত্য? না জানলে 'সাড়ে-সর্বনাশ'! দুষ্ট প্রভাবে 'নরক' হবে ঘর
Next Article
advertisement
West Bengal Weather Forecast: সপ্তাহের মাঝামাঝি সময় থেকে ফের বাড়তে পারে ঝড়-বৃষ্টির পরিমাণ, কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি? জেনে নিন
সপ্তাহের মাঝামাঝি সময় থেকে ফের বাড়তে পারে ঝড়-বৃষ্টির পরিমাণ, কোন কোন জেলায় বেশি বৃষ্টি?
  • সপ্তাহের মাঝামাঝি সময় থেকে ফের বাড়তে পারে ঝড়-বৃষ্টি

  • কোন জেলায় কতটা বৃষ্টি ?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement