Budh Gochar Rashiphal: রাত পোহালেই মিথুন রাশিতে গ্রহের রাজকুমার বুধের প্রবেশ! রাজকীয় চালে অঢেল অর্থবৃষ্টি এই ৪টি রাশির জীবনে!
- Published by:Arpita Roy Chowdhury
- trending desk
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Budh Gochar Rashiphal: আগামী ৬ জুন ২০২৫ তারিখ অর্থাৎ শুক্রবার সকাল ৯টা ২৯ মিনিট নাগাদ বৃষ রাশি থেকে মিথুন রাশিতে গোচর করতে চলেছেন গ্রহপুঞ্জের রাজপুত্র বুধ।
হাতে আর মাত্র কিছুটা সময়। আগামী ৬ জুন ২০২৫ তারিখ অর্থাৎ শুক্রবার সকাল ৯টা ২৯ মিনিট নাগাদ বৃষ রাশি থেকে মিথুন রাশিতে গোচর করতে চলেছেন গ্রহপুঞ্জের রাজপুত্র বুধ। আর জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, কোনও গ্রহ এক রাশি থেকে অন্য রাশিতে গোচর করলে তা রাশিচক্রের ১২টি রাশি অর্থাৎ সকল রাশির জাতক-জাতিকার জীবনে প্রভাব ফেলে। ঠিক সেভাবেই আগামী ৬ জুন বুধের রাশি পরিবর্তনও সকল রাশির জাতক-জাতিকার জীবনের উপর প্রভাব বিস্তার করবে। তবে বুধের গোচরের ফলে বিশেষ সুবিধা পেতে চলেছেন ৪টি রাশির জাতক-জাতিকা। তাহলে মিথুন রাশিতে বুধের গোচর কোন কোন রাশির জাতক-জাতিকাদের জন্য শুভ হবে, সেটাই জেনে নেওয়া যাক।
বৃষ রাশি:
মিথুন রাশিতে বুধের গোচর বৃষ রাশির জাতক-জাতিকাদের জন্য শুভ বলে প্রমাণিত হবে। বুধের গোচরের প্রভাবে আয় বৃদ্ধি পাবে এই রাশির জাতক-জাতিকাদের। তাঁদের আয়ের নতুন উৎস তৈরি হবে এবং পুরনো কোনও উৎস থেকেও অর্থের আগমন ঘটতে পারে। তাঁদের জীবনে সুসংবাদ আসবে। বৃষ রাশির যেসব জাতক-জাতিকা এই সময় চাকরি বা কাজ খুঁজছেন, তাঁরা এই সময় সাফল্য লাভ করতে পারেন। এই গোচর বৃষ রাশির জাতক-জাতিকা ব্যবসায়ীদের জন্যও অত্যন্ত লাভজনক ফল বয়ে আনবে।
advertisement
সিংহ রাশি:
বুধের রাশি পরিবর্তন সিংহ রাশির জন্য শুভ হতে চলেছে। এই রাশির জাতক-জাতিকাদের আর্থিক অবস্থা মজবুত হবে। তাঁদের জীবনে অর্থের আগমন ঘটবে। সিংহ রাশির জাতক-জাতিকারা এই গোচরের প্রভাবে অর্থ সঞ্চয়েও সফল হবেন। তাঁদের স্বাস্থ্য ভাল থাকবে। চাকরি এবং পেশাগত দিক থেকেও এই সময়টা ভাল যাবে।
advertisement
মকর রাশি:
বুধের গোচরের ফলে চাকরিক্ষেত্রে শুভ ফলাফল লাভ করতে পারবেন মকর রাশির জাতক-জাতিকারা। এই রাশির জাতক-জাতিকা চাকরিজীবীরাও কার্যক্ষেত্রে আয় বৃদ্ধির সঙ্গে সঙ্গে পদোন্নতি লাভ করতে পারেন। একটি গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব হাতে পাওয়ার যোগও প্রবল। মকর রাশির জাতক-জাতিকাদের আয়ের নতুন উৎস তৈরি হবে। তাঁদের অমীমাংসিত কাজ সম্পন্ন হবে। এই রাশির জাতক-জাতিকার ভাগ্য সহায় হবে।
advertisement
আরও পড়ুন : আজ গঙ্গা দশহরায় ভুলেও খাবেন না ১ শাক ও ২ সবজি! অভাবের কালো ছায়ায় তছনছ সংসার! লন্ডভন্ড পরিবার!
মীন রাশি:
মিথুন রাশিতে বুধের গোচর মীন রাশির জাতক-জাতিকাদের জন্য অত্যন্ত শুভ হতে চলেছে। তাঁরা কেরিয়ারে নতুন উচ্চতায় পৌঁছে যেতে পারেন। ব্যবসার ক্ষেত্রেও নতুন অংশীদারিত্বের সুযোগও পেতে পারেন এই রাশির জাতক-জাতিকারা। তাঁরা বিনিয়োগ থেকে লাভবান হতে পারেন। অর্থ উপার্জনের সুযোগ পেতে পারেন এই রাশির জাতক-জাতিকারা। তাঁদের জীবনে বুধ গোচরের প্রভাবে ইতিবাচক পরিবর্তন আসবে।
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 05, 2025 6:47 PM IST
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Budh Gochar Rashiphal: রাত পোহালেই মিথুন রাশিতে গ্রহের রাজকুমার বুধের প্রবেশ! রাজকীয় চালে অঢেল অর্থবৃষ্টি এই ৪টি রাশির জীবনে!