Bengali Panjika: পঞ্জিকা ১৩ এপ্রিল: দেখে নিন নক্ষত্রযোগ, শুভ মুহূর্ত, রাহুকাল এবং দিনের অন্য লগ্ন

Last Updated:

১৩ এপ্রিলের কিছুটা পড়েছে ১৪৩০ বঙ্গাব্দের চৈত্র মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে, বঙ্গাব্দের তারিখ ৩০ চৈত্র।

Bengali Panjika
Bengali Panjika
কলকাতা: পঞ্চ অঙ্গের সমাহার, তাই জ্যোতিষশাস্ত্রের ভাষায় একে বলা হচ্ছে পঞ্চাঙ্গ বা পঞ্চিকা, সেখান থেকে অপভ্রংশে পঞ্জিকা। আদতে এটি গ্রহ-নক্ষত্র, বিশেষ করে চান্দ্র-সৌর অবস্থানের উপরে ভিত্তি করে রচিত প্রাচীন দিনপঞ্জি। যেখানে উল্লেখ মুহূর্তের। প্রচলিত বিশ্বাস- এই মুহূর্তগুলিতে যে কাজ করা হচ্ছে, সেই অনুসারে শুভাশুভ ফললাভ হয়ে থাকে।
এই সংক্রান্ত আলোচনায় আসার আগে আরেকটি কথা একটু ব্যাখ্যা না করলেই নয়। বলা তো হচ্ছে পাঁচটি অঙ্গ, কিন্তু এগুলো আসলে কী?
ভারতীয় দিনপঞ্জির এই পাঁচটি অঙ্গ হল তিথি, বার, নক্ষত্র, যোগ এবং করণ। সেই অনুসারে ১৩ এপ্রিলের কিছুটা পড়েছে ১৪৩০ বঙ্গাব্দের চৈত্র মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে, বঙ্গাব্দের তারিখ ৩০ চৈত্র। এই বঙ্গাব্দ গণনা করা শুরু হয়েছিল পঞ্জিকা নির্ণয়ের প্রথম এবং প্রাচীন পদ্ধতি সূর্যসিদ্ধান্ত অনুসারে, পরবর্তীকালে যাকে সংস্কার করে প্রতিষ্ঠিত হয় দৃকসিদ্ধান্ত বা বিশুদ্ধসিদ্ধান্ত মত। বাংলার জনমানসে বহুল জনপ্রিয়তার কারণে এখানে সূর্যসিদ্ধান্তসম্মত ফলাফল উল্লেখ করা হল। বার হল শনি এবং এই পঞ্চমী তিথি থাকবে ১৩ এপ্রিল বিকেল ৪টে ১৫ মিনিট পর্যন্ত। এর পরে শুরু হয়ে যাবে শুক্লপক্ষের ষষ্ঠী তিথি।
advertisement
advertisement
সূর্যসিদ্ধান্ত পঞ্জিকা মতে ১৩ এপ্রিল সূর্যোদয় হবে সকাল ৫টা ৩৩ মিনিটে, সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ০৪ মিনিটে। অন্য দিকে, চন্দ্রোদয় হবে ১৩ এপ্রিল সকাল ৮টা ৫৪ মিনিটে। চন্দ্র অস্ত যাবে ১৩ এপ্রিল রাত ১১টা ১০ মিনিটে।
এই ১৪৩০ বঙ্গাব্দের চৈত্র মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথির নক্ষত্র হল মৃগশিরা। ১৪ এপ্রিল, ভোর ৪টে ৫২ মিনিট পর্যন্ত মৃগশিরা নক্ষত্রের অবস্থান থাকবে। এর পরে তিথিতে অবস্থান করবে আর্দ্রা নক্ষত্র।
advertisement
সূর্য অবস্থান করবেন মীন রাশিতে ১৩ এপ্রিল ২০২৪ তারিখ রাত ৯টা ০৬ মিনিট পর্যন্ত, এর পরে গমন করবেন মেষ রাশিতে। চন্দ্র অবস্থান করবেন বৃষ রাশিতে ১৩ এপ্রিল ২০২৪ তারিখ দুপুর ১২টা ৪৪ মিনিট পর্যন্ত, এর পরে গমন করবেন মিথুন রাশিতে।
শুভ মুহূর্ত- সূর্যসিদ্ধান্ত পঞ্জিকা মতে ১৩ এপ্রিল মাহেন্দ্রযোগ পড়েনি। অমৃতযোগ ১৩ এপ্রিল পড়েছে সকাল ৯টা ৪৩ মিনিট – দুপুর ১টা ০৪ মিনিট, রাত ৮টা ২২ মিনিট – রাত ১০টা ৩৯ মিনিট দুই সময়ে। এই মাহেন্দ্রযোগ এবং অমৃতযোগকে বাংলা পঞ্জিকার অন্যতম পুণ্যলগ্ন বলে বিবেচনা করা হয়ে থাকে। যে কোনও নতুন কাজ, শুভ কাজ শুরু করার এটি প্রকৃষ্ট সময়।
advertisement
অশুভ মুহূর্ত- সূর্যসিদ্ধান্ত পঞ্জিকা মতে ১৩ এপ্রিল রাহুকাল বা কালবেলা পড়েছে ভোর ৫টা ৩৩ মিনিট – সকাল ৭টা ০৭ মিনিট, বিকেল ৪টে ৩০ মিনিট – সন্ধ্যা ৬টা ০৪ মিনিট কালীন সময়ে। এই সময়ে নতুন কোনও কাজ শুরু করাটা ঠিক হবে না।
view comments
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Bengali Panjika: পঞ্জিকা ১৩ এপ্রিল: দেখে নিন নক্ষত্রযোগ, শুভ মুহূর্ত, রাহুকাল এবং দিনের অন্য লগ্ন
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement