Bay Leaves Vastu Tips: সংসারে অভাব? হাতে একদম টাকা থাকছে না? তেজপাতার এই টোটকায় দূর অনটন, হবে অর্থবৃষ্টি!

Last Updated:

Bay Leaves Vastu Tips: সংসারের কল্যাণে, পরিবারের মঙ্গলে নানা ভাবে ব্যবহার করা যায় এই পাতা

তেজপাতা বাস্তুশাস্ত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ
তেজপাতা বাস্তুশাস্ত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ
তেজপাতা বাস্তুশাস্ত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ সংসারের কল্যাণে, পরিবারের মঙ্গলে নানা ভাবে ব্যবহার করা যায় এই পাতা৷ বাড়ি থেকে অশুভ শক্তি দূর করার উপায় বলেছেন মুম্বইয়ের ট্যারট কার্ড রিডার মিনাল। তাঁর মতে প্রদীপের আলোয় পোড়াতে হবে ১১ টি লবঙ্গদানা, ১টি তেজপাতা ও কর্পূরের দানা।
এই উপকরণগুলি প্রদীপের আলোয় পুড়িয়ে সেই ধোঁয়ায় শুদ্ধ করতে হবে ঘরের প্রতি কোণ। বিশ্বাস, এর ফলে দূর হবে অশুভ শক্তির প্রভাব। তেজপাতা পুড়িয়ে সেই ধোঁয়াও অশুভ শক্তি দূর করে। তাছাড়া এর প্রভাবে অস্থির মনও শান্ত হয়। বাস্তু মতে লবঙ্গদানা ও কর্পূর একসঙ্গে পোড়ানো বাস্তু মতে খুবই শুভ। এই পবিত্র ধোঁয়া জীবাণুনাশ করে। শরীরে রোগ প্রতিরোধ শক্তি মজবুত হয় এই ধোঁয়ার প্রভাবে।
advertisement
advertisement
প্রতি শনিবার পোড়ান ৫ টি তেজপাতা। তার পর পুড়িয়ে নিন গোলমরিচের ৫ দানা। সারা বাড়িতে এই ধোঁয়া ছড়িয়ে দিন। সব সমস্যা দূর করবে এই ধোঁয়ার প্রভাব। দাম্পত্য কলহ বন্ধ হবে। দুঃস্বপ্নের জেরে অনেক সময় রাতে ঘুম ভেঙে যায়। বাস্তুশাস্ত্র মতে বালিশের নীচে রাখুন তেজপাতা। এতে দুঃস্বপ্নের সমস্যা কমবে। কাটবে অন্যান্য সমস্যাও। অনেক সময়েই দেখা যায় হাতে টাকা থাকছে না। প্রতি শুক্রবার মা লক্ষ্মীর পায়ে তেজপাতা ছুঁইয়ে সেগুলি রাখুন পার্সে। অর্থাভাবের বিপত্তি দূর হবে।
view comments
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Bay Leaves Vastu Tips: সংসারে অভাব? হাতে একদম টাকা থাকছে না? তেজপাতার এই টোটকায় দূর অনটন, হবে অর্থবৃষ্টি!
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement