Auspicious Dates 2024: এপ্রিলের পরে আর নেই শুভ দিন, দেখে নিন চলতি বছরে শুভ অনুষ্ঠানের দিনক্ষণ

Last Updated:

Auspicious Dates 2024: শুভ কাজের জন্য শুভ দিন শুভ ক্ষণ থাকাও আবশ্যক। তাহলেই শুভ ফল অর্জন করা সম্ভব হবে।

২০২৪ সালের শুভ দিনক্ষণ
২০২৪ সালের শুভ দিনক্ষণ
কলকাতা: সনাতন ধর্মের ১৬টি সংস্কারের মধ্যে অন্তর্ভুক্ত উপনয়ন সংস্কার। আর উপনয়ন সংস্কার বা পৈতে দশম স্থানে রয়েছে। আর এই উপনয়নের মাধ্যমে একজন মানুষ আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত থাকে। এর ফলে মানুষ খারাপ চিন্তা এবং খারাপ কর্ম থেকে দূরে থাকতে সক্ষম হন।
নতুন বছরে খরমাস শেষ হয়েছে। আর পৌষ মাস শেষ হতে না হতেই শুভ কাজ দারুণ গতিতে শুরু হয়ে গিয়েছে। তবে শুভ কাজের জন্য শুভ দিন শুভ ক্ষণ থাকাও আবশ্যক। তাহলেই শুভ ফল অর্জন করা সম্ভব হবে।
আরও পড়ুন: বিশ্বের সেরা আকর্ষণীয় পুরুষ কারা? তালিকায় এল ১০ নাম, চোখ সরানো দায়! হৃত্বিক কত নম্বর?
দেওঘরের পাগল বাবা আশ্রমে অবস্থিত মুদগল অ্যাস্ট্রোলজি সেন্টারের বিখ্যাত জ্যোতিষী পণ্ডিত নন্দকিশোর মুদগল বলেন, খরমাস এবং পৌষ মাসের শেষে শুভ কাজের সূচনা হচ্ছে। আর শুভ দিনে শুভ তিথিতে শুভ কাজ করা আবশ্যক। এতে ভক্তরা দেব-দেবীর আশীর্বাদ পেতে পারবেন।
advertisement
advertisement
আরও পড়ুন: রান্নাঘরের তেল চিটচিটে ন্যাকড়া না কেচে কাজ চালিয়ে নিচ্ছেন? শরীরে এই রোগ বাসা বাঁধতে পারে!
আবার আগামী ১৭ জুলাই থেকে শুরু হচ্ছে চতুর্মাস। কোনও শুভ কাজ কিন্তু চতুর্মাসে করা উচিত নয়। যাঁরা পরিবারের কারও উপনয়ন দিতে চাইছেন, তাঁদের জন্য শুভ সময় থাকবে জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত।
২০২৪ সালে পৈতে বা উপনয়নের জন্য শুভ দিন:
advertisement
জানুয়ারি: ২৬ এবং ৩১ জানুয়ারি
ফেব্রুয়ারি: ১১, ১২, ১৪, ১৮, ১৯ এবং ২৫ ফেব্রুয়ারি
মার্চ: ১৩ মার্চ
এপ্রিল: ১৯ এবং ২৫ এপ্রিল
আরও একটি বিষয় অবশ্য মাথায রাখতে হবে। সেটা হল, মে এবং জুন মাসে শুক্র অস্তমিত হবেন। আর শুক্র অস্তমিত হওয়ার কারণে মাঙ্গলিক কাজ শুভ বলে গণ্য করা হয় না।
advertisement
বিশেষজ্ঞরা বলেন যে এই সব শুভ মুহূর্ত বিবেচনা করে তবেই উপবীত সংস্কারের আয়োজন করা উচিত। উপবীত গ্রহণের পরে ধারককে দ্বিজ নামে আখ্যা দেওয়া হয়, সেই নাম যাতে সার্থক হয়, তা লক্ষ্য রাখা অতীব গুরুত্বপূর্ণ এক কর্তব্য।
view comments
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Auspicious Dates 2024: এপ্রিলের পরে আর নেই শুভ দিন, দেখে নিন চলতি বছরে শুভ অনুষ্ঠানের দিনক্ষণ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement