Astrology 11 Days Remedies: সঙ্কটে জর্জরিত হয়ে গিয়েছেন? মাত্র ১১ দিনেই বদলে যাবে ভাগ্য, শুধু করুন এই কাজ, মসৃণ হবে জীবন

Last Updated:

Astrology 11 Days Remedies: পূর্ণিয়ার পণ্ডিত মনোৎপল ঝা বলেন, কলিযুগে মানুষের জীবনে সমস্যার পরিমাণ বেড়েছে। তাই নিজের জীবনের সমস্যাকে সরিয়ে রেখে এগিয়ে যাওয়ার জন্য কিছু প্রতিকার করা প্রয়োজন।

পূর্ণিয়ার পণ্ডিত মনোৎপল ঝা বলেন, কলিযুগে মানুষের জীবনে সমস্যার পরিমাণ বেড়েছে। তাই নিজের জীবনের সমস্যাকে সরিয়ে রেখে এগিয়ে যাওয়ার জন্য কিছু প্রতিকার করা প্রয়োজন।
পূর্ণিয়ার পণ্ডিত মনোৎপল ঝা বলেন, কলিযুগে মানুষের জীবনে সমস্যার পরিমাণ বেড়েছে। তাই নিজের জীবনের সমস্যাকে সরিয়ে রেখে এগিয়ে যাওয়ার জন্য কিছু প্রতিকার করা প্রয়োজন।
পূর্ণিয়া: জীবনের পথে চলতে গেলে উত্থান পতন থাকবেই। মানুষকে নানা রকম সমস্যার মধ্যে দিয়েই জীবন ধারণ করতে হয়। নানা রকম বাধা-বিপত্তি পেরিয়ে এগিয়ে যেতে হয়। অনেক সময় কাজে ভুল হয়ে যায়। এই ধরনের সমস্যা যদি জীবনে আসে, তাহলে তিনি সহজেই তা এড়াতে পারেন, কিছু সহজ প্রতিকারের মধ্যে দিয়ে।
পূর্ণিয়ার পণ্ডিত মনোৎপল ঝা বলেন, কলিযুগে মানুষের জীবনে সমস্যার পরিমাণ বেড়েছে। তাই নিজের জীবনের সমস্যাকে সরিয়ে রেখে এগিয়ে যাওয়ার জন্য কিছু প্রতিকার করা প্রয়োজন।
১১ দিনের প্রতিকার— ১১ দিনের প্রতিকারে সব ধরনের সমস্যার সমাধান হতে পারে। তবে এজন্য সবার আগে নিজের মন এবং হৃদয়কে শান্ত করতে হবে। প্রতিদিনের জীবনচর্যা ঠিক থাকলেই সমস্ত সমস্যা দূর হয়ে যাবে।
advertisement
advertisement
সঙ্কটমচন হনুমানের শরণ নিতে হবে। তিনিই কলিযুগে সমস্ত সমস্যা দূর করতে চলেছেন। তিনিই জীবনের প্রতিটি প্রান্তে বিভিন্ন ঝামেলা থেকে মুক্তি দিতে পারেন।
হনুমান চালিসা পাঠ— অস্থির মনকে একাগ্র করবার জন্য বজরঙ্গবলীর পূজা করা দরকার। হনুমান চালিসা সবচেয়ে সহজ এবং শক্তিশালী মন্ত্র। এটি মনে রাখলে সব কষ্ট দূর হয়ে যেতে পারে।
advertisement
পাশাপাশি রামায়ণের সুন্দরকাণ্ড পাঠ করলেও জীবনের সমস্ত সমস্যা দূর হতে পারে। মঙ্গল থেকে শনিবার পর্যন্ত এগারো দিন হনুমান চালিসা পাঠ করতে হবে। যদি মঙ্গল থেকে শনি, প্রতিদিন একবার সুন্দরকাণ্ড পাঠ করা যায়, তাহলে জীবনের সব সঙ্কট দূর হতে পারে।
advertisement
প্রতি মঙ্গল এবং শনিবার বজরঙ্গবলীর মন্দিরে তিলের তেলের দু’টি প্রদীপ জ্বালানো উচিত। একটি বজরঙ্গবলীর নামে, অন্যটি ভগবান শনির নামে। এঁরা একে অপরের বন্ধু। মন্দির প্রাঙ্গনে অশ্বত্থ গাছের নিচেই প্রদীপ রাখতে হবে। এতে জীবনের সমস্ত সঙ্কট কেটে যাবে।
(এই প্রতিবেদনের তথ্য জ্যোতিষের থেকে প্রাপ্ত, নিউজ ১৮ বাংলা এর কোনও তথ্য নিশ্চিত করে না )
view comments
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Astrology 11 Days Remedies: সঙ্কটে জর্জরিত হয়ে গিয়েছেন? মাত্র ১১ দিনেই বদলে যাবে ভাগ্য, শুধু করুন এই কাজ, মসৃণ হবে জীবন
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement