Astrology 2024 Kaal Sarp Dosh: জানেন কি, কালসর্প দোষে কী ক্ষতি হতে পারে জীবনে? ২০২৪-এ কারা নিশ্চিন্ত জানুন
- Reported by:KOUSHIK ADHIKARY
- news18 bangla
- Published by:Raima Chakraborty
Last Updated:
Astrology 2024 Kaal Sarp Dosh: কালসর্প দোষ থাকলে কোনও ভয়ের কারণ নেই। বরঞ্চ এই নতুন বছরে আর্থিক শ্রী বৃদ্ধি হতে চলেছে জাতক ও জাতিকাদের।
মুর্শিদাবাদ: ২০২৪ সালে যাদের কালসর্প দোষ আছে তাঁদের জন্য সময়টা ভাল। কালসর্প দোষ থাকলে কোনও ভয়ের কারণ নেই। বরঞ্চ এই নতুন বছরে আর্থিক শ্রী বৃদ্ধি হতে চলেছে জাতক ও জাতিকাদের। এছাড়াও প্রেমের জন্য ভাল সময়।
রাহু এবং কেতুর মধ্যে সাতটি প্রধান গ্রহ- চন্দ্র, সূর্য, বুধ, শুক্র, বৃহস্পতি, মঙ্গল অথবা শনির মধ্যে কোনও একটা অবস্থান করলে কালসর্প দোষ বা কালসর্প যোগ তৈরি হয়। এই যোগে আক্রান্ত ব্যক্তি পূর্বজন্মের কোনও কাজের কারণে অপ্রত্যাশিত ব্যর্থতার সম্মুখীন হতে পারেন। জীবনে আসতে পারে অপ্রত্যাশিত উত্থানপতন।
আরও পড়ুন: গুরুত্বপূর্ণ জংশন স্টেশন বর্ধমান, সেখানেই জলের ট্যাঙ্ক ভেঙে রক্তের বন্যা! ফের মারাত্মক দুর্ঘটনা
জ্যোতিষশাস্ত্র অনুসারে, কোনও ব্যক্তির কুণ্ডলীতে গ্রহ এবং নক্ষত্রের সহাবস্থানের জেরে প্রায়শই কিছু শুভ ও অশুভ যোগ তৈরি হয়। কুণ্ডলীতে শুভ যোগ থাকলে সংশ্লিষ্ট ব্যক্তি লাভবান হন। অশুভ যোগ ও দোষের কারণে তাঁর জীবনে সাময়িক কিছু সমস্যা তৈরি হয়। এমনই এক অশুভ যোগ হল কালসর্প দোষ। এই ত্রুটি অভিশপ্ত বলেই মনে করা হয়। জ্যোতিষীরা জানাচ্ছেন, নতুন বছর ২০২৪ সালে আর্থিক শ্রী বৃদ্ধি ঘটবে যাদের কালসর্প দোষ আছে। আর্থিক দুদর্শা কাটতে চলেছে এই নতুন বছরে।
advertisement
advertisement
আরও পড়ুন: স্টেশনে হুড়মুড়িয়ে জলের ট্যাঙ্ক ভেঙে মৃত্যু, বর্ধমানের ঘটনায় বড় পদক্ষেপ নবান্নের
এছাড়াও মানসিক শান্তির বিকাশ ঘটবে। তবে দুর্ঘটনা জনিত প্রবনতা থাকতে পারে। এছাড়াও আগুন ও জল থেকে সাবধান থাকতে হবে। তবে প্রেমিক প্রেমিকাদের এই বছর শুভ। কারণ প্রেমের দিক শুভ হতে চলেছে। স্বচ্ছল ভাবে চলবে প্রেম। তবে যাদের বিবাহ সম্পন্ন হয়েছে তাদের দাম্পত্য কলহ তৈরি হতে পারে। তবে সহজ প্রতিকার হিসেবে বছরে ৫৪টি সোমবার পালন করতে পারেন। সোমবারে সারাদিন না খেয়ে শিবের মাথায় জল ঢেলে বেল পাতা, পুষ্প দান করুন। কালসর্প দোষ থাকলে সকলের লাভ হবে।
advertisement
যদিও মদ্যপান যারা করেন তাদের প্রতি সতর্কবাণী দেওয়া হয়েছে। মদ্যপান ছেড়ে গাড়ি চালানো উচিৎ। না হলে পারিবারিক দাম্পত্য কলহ তৈরি হতে পারে, দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন। প্রতিকারের জন্য অনেকে হোম যজ্ঞ করতে পারেন এবং এছাড়াও জ্যোতিষের পরামর্শ অনুযায়ী পাথর নেওয়া যেতে পারে।
কৌশিক অধিকারী
আরও খবর পড়তে ফলো করুন
advertisement
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Dec 13, 2023 6:13 PM IST
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Astrology 2024 Kaal Sarp Dosh: জানেন কি, কালসর্প দোষে কী ক্ষতি হতে পারে জীবনে? ২০২৪-এ কারা নিশ্চিন্ত জানুন











