Astro Tips: এই বিশেষ দিকে মুখ করে বসে খান, বদহজম দূর হবে, কাটবে কুপ্রভাব

Last Updated:

Astro Tips: বাস্তু অনুযায়ী খাবার নির্দিষ্ট স্থান রয়েছে। কোন দিকে মুখ করে খেতে হয়, তাও বলা আছে শাস্ত্রে।

কোন দিকে মুখ করে খেতে হয়, তাও বলা আছে শাস্ত্রে
কোন দিকে মুখ করে খেতে হয়, তাও বলা আছে শাস্ত্রে
জ্যোতিষশাস্ত্রে দশ দিকের কথা বলা হয়েছে। প্রত্যেক দিকের রয়েছে বিশেষ তাৎপর্য। রয়েছে শুভ অশুভ গুণাগুণ। যেমন মধ্যাহ্নভোজ বা নৈশভোজের সময় দক্ষিণ দিকে মুখ করে খেতে বসতে বারণ করা হয়। এখন প্রশ্ন হল, কেন এই নিয়ম? দক্ষিণ দিকে মুখ করে খাবার খেলে কী কী অসুবিধা হতে পারে?
এই প্রশ্নেরই উত্তর দিয়েছেন রাঁচির জ্যোতিষী। তিনি জানিয়েছেন, ভুল দিকে মুখ করে খেতে বসলে জীবনে অশুভ প্রভাব পড়তে পারে। রাঁচি বিশ্ববিদ্যালয় থেকে জ্যোতিষশাস্ত্রে স্বর্ণপদক পেয়েছেন সন্তোষকুমার চৌবে। লোকাল 18-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, বাস্তু অনুযায়ী খাবার নির্দিষ্ট স্থান রয়েছে। কোন দিকে মুখ করে খেতে হয়, তাও বলা আছে শাস্ত্রে।
দক্ষিণ দিক যম ও পিত্রের দিক। এই দিকে মুখ করে খেতে বসলে বদহজম ও নেতিবাচক শক্তির মুখে পড়ার সম্ভাবনা থাকে। জ্যোতিষী সন্তোষ কুমার চৌবের মতে, দক্ষিণ দিকে যমরাজ বিচরণ করেন। মৃত পূর্বপুরুষদের জন্যও এই দিক নির্দিষ্ট করা হয়েছে। তাই এই দিকে মুখ করে খেতে বসলে নেতিবাচক শক্তি শরীরে প্রবেশ করতে পারে। এ থেকে মানসিক চাপ নানা রোগভোগ দেখা দেয়।
advertisement
advertisement
আরও পড়ুন : ঝাঁঝরা শরীর! উ‍পকারিতা সত্ত্বেও ভুলেও আমলকি মুখে দেবেন না এঁরা! জানুন কারা এই টক ফল খেলেই সর্বনাশ
এই দিকে মুখ করে খাওয়া উচিত: জ্যোতিষ শাস্ত্রে পূর্ব বা উত্তর দিকে মুখ করে খেতে বসতে বলা হয়েছে। বাস্তুর দৃষ্টিকোণ থেকে এই দুটি দিকই সবচেয়ে শুদ্ধ। এগুলিকে ঈশ্বরের দিকও বলা হয়েছে। এই দুটি দিকে মুখ করে খেতে বসলে হজম ভাল হবে। শরীর খাবার শোষণ করতে পারবে দ্রুত। তাছাড়া এই দুটি দিক থেকে শরীরে ইতিবাচক শক্তিরও প্রবেশ ঘটবে।
advertisement
বাড়ির কোথায় খেতে বসা উচিত: বাড়িতে খাবার খাওয়ার নির্দিষ্ট কিছু জায়গা রয়েছে। এই জায়গাগুলিকে শুভ বলে মনে করা হয়। জ্যোতিষ শাস্ত্রে রান্নাঘরে এবং বাড়ির দালানে বসে খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। শোওয়ার ঘরে খাওয়ার খাওয়ার উপর রয়েছে কড়া নিশেধাজ্ঞা। জ্যোতিষী সন্তোষ কুমার চৌবের কথা অনুযায়ী, ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে নির্দিষ্ট দিকে মুখ করে খেতে বসা উচিত। তাহলে সেই খাবার শরীরে আশ্চর্যজনক শক্তি হিসাবে কাজ করবে।
view comments
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Astro Tips: এই বিশেষ দিকে মুখ করে বসে খান, বদহজম দূর হবে, কাটবে কুপ্রভাব
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement