মে ডে উপলক্ষে ১মে-র পাশাপাশি ২মে-ও ছুটি ঘোষণা করল রাজ্য সরকার
Last Updated:
১ মে রাজ্যের ১২টি জেলায় পঞ্চায়েত ভোট। কাজেই ভোটের ডিউটিতে ব্যস্ত থাকবেন অনেক সরাকরি কর্মী। তাই, মে-ডে উপলক্ষে কেন্দ্রীয় সরকার ঘোষিত ১মে-র ছুটির পাশাপাশি ২মে-ও ছুটি ঘোষণা করল রাজ্য সরকার। ফলে, রাজ্য সরকারি কর্মীরা মোট দু'দিন ছুটি পাবেন।
#কলকাতা: ১ মে প্রথম দফার পঞ্চায়েত ভোট। ভোট হবে ১২টি জেলায়। কাজেই ভোটের কাজে ব্যস্ত থাকবেন অনেক সরকারি কর্মী।
তাই, মে ডে উপলক্ষে কেন্দ্রীয় সরকার ঘোষিত ১মে (মঙ্গলবার)-র ছুটির পাশাপাশি ২মে (বুধবার)-ও ছুটি ঘোষণা করল রাজ্য সরকার। ফলে, রাজ্য সরকারের প্রতিটি কর্মী মোট দু'দিন ছুটি পাবেন। বন্ধ থাকবে রাজ্য সরকারি শিক্ষা প্রতিষ্ঠান, গ্রাম ও শহরের স্থানীয় সংস্থা, উন্নয়ন কর্তৃপক্ষের কার্য্যালয়, পুরসভা, রাজ্য সরকারের সমস্ত অফিস সহ রাজ্য সরকারের উদ্যোগে চলা সমস্ত সংস্থা।
advertisement
advertisement
Location :
First Published :
March 31, 2018 7:00 PM IST