রাশিয়ায় নেই ইতালি, তবুও কাপে ইতালিয় ‘টাচ’,জানুন কীভাবে

Last Updated:

এবারের বিশ্বকাপে ইতালি নেই ৷ তাই কাপ ঘরে তোলার কোনও সম্ভবনা আজুরিবাহিনীর নেই ৷

#মিলান: এবারের বিশ্বকাপে ইতালি নেই ৷ তাই কাপ ঘরে তোলার কোনও সম্ভবনা আজুরিবাহিনীর নেই ৷ কিন্তু জানেন কী তাও বিশ্বকাপে ইতালিয় স্পর্শ থাকবে ৷
চারবারের বিশ্বকাপ জয়ী ইতালি খুব খারাপভাবে এবারের বিশ্বকাপ থেকে ছিটকে গেছে ৷ ইতালির রাশিয়া সফর না হলেও, বিশ্বকাপের ইতালি সফর কিন্তু হবে ৷ বিভিন্ন দেশে ট্রফি ট্যুরের জন্য নয় ৷ এক ইতালিয় কোম্পানি প্রতিবারই এই দায়িত্ব পায় ৷ তারা বিশ্বকাপকে ঝকঝকে –চকচকে রূপ দেন প্রতি চার বছর অন্তর ৷
মিলানের কাছাকাছি একটি সাবআর্বে ১২ জন কর্মচারী কাজ করেন জিডিই বের্তোনিতে ৷ এখানেরই পাদের্নো দুগনানো অংশের এক কোম্পানি ১৯৭১ সালে বর্তমানে-র এই বিশ্বকাপ ট্রফিটি বানানোর বরাত পেয়েছিলেন ৷ তিনবার বিশ্বকাপ জয়ের পুরস্কার স্বরূপ জুলেরিমে কাপ তাদের দিয়ে দেওয়া হয়েছিল ৷ সেই ৭১ সাল থেকে যখন বিশ্বকাপ হয় তখনই এই ট্রফি একবার করে নিজের জন্মস্থলে পাড়ি দেয় ৷
advertisement
advertisement
সারা পৃথিবী থেকে আসা ৫৩ টি প্রস্তাবের মধ্যে থেকে বেছে বরাত পেয়েছিল এই ইতালিয় কোম্পানি ৷ আজও যখন ট্রফি ঘরে আসে তখন একইরকমের উন্মাদনা হয় ৷
১৯৩৮ সালে কোম্পানি প্রতিষ্ঠা করেছিলেন বর্তমান ডিরেক্টর ভ্যালেনটিনো লোসা –র প্রপিতামহ ৷ তিনি জানিয়েছেন বিশ্বকাপ ট্রফি দেখা আর আসল বিশ্বকাপ ট্রফি দেখার অনুভূতি একেবারেই আলাদা ৷ এই প্রসঙ্গে তিনি তুলনা করেছেন মোনালিসার আসল ছবি দেখা ও তাঁর কপি দেখার পার্থক্যের সঙ্গে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
রাশিয়ায় নেই ইতালি, তবুও কাপে ইতালিয় ‘টাচ’,জানুন কীভাবে
Next Article
advertisement
Birbhum News: তিন বছরের প্রেম, বিয়ে করলেন নমিতা-সুস্মিতা! ভিড় উপচে পড়ল দুবরাজপুরের শিব মন্দিরে
তিন বছরের প্রেম, বিয়ে করলেন নমিতা-সুস্মিতা! ভিড় উপচে পড়ল দুবরাজপুরের শিব মন্দিরে
  • সামাজিক মাধ্যমে শুরু হয়েছিল পরিচয়, তারপর গড়ে ওঠে গভীর প্রেম। সেই সম্পর্কের বাঁধন এবার রূপ নিল বিবাহে। বীরভূমের দুবরাজপুরে শিব মন্দিরে সাতপাক ঘুরে নয়, সিঁথিতে সিঁদুর পরিয়ে পরস্পরের জীবনসঙ্গী হলেন দুই মহিলা৷

VIEW MORE
advertisement
advertisement