দীপবীরের রিসেপশনে 'জুম্মা চুম্মা' নেচে মাতালেন বিগ বি ! দেখুন ভিডিও
Last Updated:
#মুম্বই: দীপবীরের বিয়ে থেকে রিসেপশন ৷ চলছে অনেকদিন ধরেই ৷ সুদূর ইতালিতে বিয়ে সেরে একের পর এক পার্টি থ্রো করছেন তাঁরা ৷ প্রথমে পরিবার বন্ধু বন্ধব, তারপর বলিউডের সহকর্মীদের জন্য ৷ শনিবারই হয়ে গেল সেই গালা পার্টি যাতে হাজির ছিলেন বলিউডের প্রায় সকলেই ৷
স্ত্রী, কন্যা ও পুত্রবধূকে নিয়ে হাজির ছিলেন বিগ বি ৷ তবে শুধুমাত্র তিনি হাজিরই হলেন না ৷ পার্টিতে নাচলেন সেই বিখ্যাত গানের সঙ্গে ৷ জুম্মা চুম্মা গানের তালে বিগ বি-কে সঙ্গত দিলেন রণবীরও ৷ নজর অবশ্যই দীপিকার দিকে ! দেখুন সেই নাচের ভিডিও---
advertisement
advertisement
Location :
First Published :
December 02, 2018 11:23 AM IST