হোম /খবর /উত্তরবঙ্গ /
নাতিকে নিয়ে ফুটপাতেই সংসার, বৃদ্ধার জন্য তরুণ ব্যবসায়ী অবাক কাণ্ড ঘটালেন

Alipurduar News: গৃহহীন বৃদ্ধা ও তাঁর নাতির জন্য পকেটের টাকা দিয়ে ঘর তৈরি করে দিলেন তরুণ ব্যবসায়ী

X
title=

বিবেকানন্দ পল্লিতে ওই বৃদ্ধা ও তাঁর নাতির জন্য নিজের ব্যক্তিগত অর্থ দিয়ে একটি ঘর তৈরি করে দেন নবীন।

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

আলিপুরদুয়ার: ফুটপাতে নাতিকে নিয়ে দিন কাটাচ্ছিলেন বৃদ্ধা। আশ্রয় বলতে কিছুই ছিল না। খবর পেয়ে তাঁদের জন্য নিজের খরচে নতুন বাড়ি তৈরি করে দিলেন তরুণ ব্যবসায়ী! জয়গাঁর এই ঘটনা ইতিমধ্যেই সাড়া ফেলে দিয়েছে।

আলিপুরদুয়ারের জয়গাঁর তরুণ ব্যবসায়ী নবীন ছেত্রী। তাঁর জীবনের একটাই লক্ষ্য, দুঃস্থদের পাশে দাঁড়ানো। নবীন নিজেই বেশিরভাগ দায়িত্ব পালন করলেও তাঁকে সাহায্য করে থাকেন আরও তিন বন্ধু। কেউ আর্থিক কষ্টে ভুগছেন বা সামর্থের অভাবে চিকিৎসা করাতে পারছেন না অথবা খেতে পারছেন না, এমন কথা শুনতে পেলেই দল নিয়ে ছুটে যান এই তরুণ ব্যবসায়ী। সামর্থ্যমত বাড়িয়ে দেন সাহায্যের হাত। ঝড়ে কোনও অসহায় পরিবারের বাড়ির টিন উড়ে গেলে টিন কিনে দেন, দেওয়াল ভেঙে গেলে তা সাড়াইয়ের ব্যবস্থা‌ও করে দেন। অসহায় বয়স্কদের নিজের খরচে হাসপাতালে নিয়ে যান এবং ওষুধ কিনে দেন। সেই নবীন ছেত্রী‌ই একদিন জয়গাঁর এক গ্রাম দিয়ে যেতে যেতে দেখতে পান এক বৃদ্ধা নাতিকে নিয়ে রাস্তার ধারে বসে আছেন। ঘরবাড়ি কিছু নেই। তাই রাস্তা‌ই সংসার ওই দু'জনের।

আরও পড়ুন: 'বিচারের বাণী যেন নিভৃতে না কাঁদে', মন্তব্য হাইকোর্টের বিচারপতির

বৃদ্ধার সঙ্গে কথা বলে নবীন তাঁর জীবন সংগ্রামের কথা জানতে পারেন। এরপরই নিজের ভূমিকা নিখুঁতভাবে পালন করেন ওই তরুণ ব্যবসায়ী। বিবেকানন্দ পল্লিতে ওই বৃদ্ধা ও তাঁর নাতির জন্য নিজের ব্যক্তিগত অর্থ দিয়ে একটি ঘর তৈরি করে দেন নবীন। এই প্রসঙ্গে ওই তরুণ ব্যবসায়ী বলেন, অসহায়দের কেউ সাহায্য কেউ করে না। আমিও খুব বেশি কিছু করতে পারি না। তবুও যতটুকু পারি পাশে থাকার চেষ্টা করি। ওনাদের মুখে হাসি ফুটলে সেটাই আমার কাছে তৃপ্তির।

অনন্যা দে

Published by:Ananya Chakraborty
First published:

Tags: Alipurduar news, Home, Social worker