West Bengal Tourism: রাভাদের নাচ, ডুকপাদের তিরন্দাজি! ডুয়ার্সে পর্যটকদের জন্য নতুন চমক, মন ভরে যাবে
- Reported by:ANNANYA DEY
- hyperlocal
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
West Bengal Tourism: পুজোর আগে ডুয়ার্সের পর্যটকদের জন্য থাকছে নয়া চমক।পর্যটন মহলের পক্ষ থেকে পর্যটকদের ডুয়ার্স পরিচিতির আয়োজন করা হচ্ছে।বিভিন্ন জনজাতির সংস্কৃতি চোখের সামনে দেখতে পাবেন পর্যটকেরা।
আলিপুরদুয়ার: পুজোর আগে ডুয়ার্সের পর্যটকদের জন্য থাকছে নয়া চমক।পর্যটন মহলের পক্ষ থেকে পর্যটকদের ডুয়ার্স পরিচিতির আয়োজন করা হচ্ছে।বিভিন্ন জনজাতির সংস্কৃতি চোখের সামনে দেখতে পাবেন পর্যটকেরা। রাভাদের নাচ, ডুকপাদের তীরন্দাজি-সহ বিভিন্ন জনজাতির নাচ,গান চোখের সামনে দেখার ইচ্ছে তো সব পর্যটকদেরই থাকে।
কিন্তু হাতে কম সময় থাকায় তা হয়ে ওঠে না। তবে এবারে পর্যটকদের ভ্রমণকালে দেখানো হবে বিভিন্ন জনজাতিদের জীবনযাত্রা। এই জনজাতিদের মধ্যে রাভাদের নাচ উল্লেখযোগ্য।আলিপুরদুয়ারের উত্তর মেন্দাবাড়ির রাভা ফরেস্ট বস্তির বাসিন্দা এই জনজাতির মানুষেরা।
advertisement
advertisement
প্রজন্মের পর প্রজন্ম ধরে তাঁরা সেখানেই থাকেন, নিজেদের ভাষায় গান বাঁধেন, নাচ করেন। তার সঙ্গে বাজান নিজেদের তৈরি বাদ্যযন্ত্র। আর শুধু তাই নয়, ডুয়ার্সের ঘুরতে যাওয়া পর্যটকদের কাছেও ব্যাপক চাহিদা এই রাভা জনগোষ্ঠীর নাচ-গানের। হাতে সময় নিয়ে আসলে অনেকেই সেখানে গিয়ে রাভাদের গানবাজনা উপভোগ করেন।
advertisement
ডুয়ার্সের কোনায় কোনায় লুকিয়ে রয়েছে প্রকৃতির সৌন্দর্য।বক্সা পাহাড়ে শান্ত পরিবেশে ডুকপা জনজাতির আতিথেয়তা উপভোগ করেন পর্যটকেরা।- তবে তাদের তিরন্দাজি দেখতে পান না অনেকেই।পুরুষদের তিরন্দাজি ডুকপা জনজাতির অন্যতম সংস্কৃতি। এক পাহাড় থেকে অন্য পাহাড়ে সঠিক নিশানায় তির ছুঁড়ে কে কতটা লক্ষ্যভেদে পারদর্শী, তা দেখা যায়। এছাড়া পাথর ছুঁড়ে এক ধরনের খেলা হয়, যা স্থানীয়দের কাছে ডুগো নামে পরিচিত।
advertisement
পর্যটনমহলের তরফে বিশ্বজিৎ সাহা জানান, “ডুয়ার্স রোমাঞ্চে মোড়া বই। পর্যটকরা শুধু জলদাপাড়া, চিলাপাতা,বক্সা, রাজাভাতখাওয়া ঘুরতে আসেন। ফটো তুলে চলে যান। এই জায়গাগুলির সঙ্গে যেসব জনজাতিদের জীবনযাত্রা জড়িয়ে রয়েছে তারা ব্রাত্য থেকে যান।তাদের সংস্কৃতি দেখলে সকলেই বারবার ছুটে আসবেন ডুয়ার্সে। সাংস্কৃতিক পর্যটন জঙ্গল খোলার পর শুরু হবে। জেলশাসকের সঙ্গে কথা বলা হচ্ছে।”
advertisement
অনন্যা দে
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Aug 29, 2023 2:57 PM IST
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
West Bengal Tourism: রাভাদের নাচ, ডুকপাদের তিরন্দাজি! ডুয়ার্সে পর্যটকদের জন্য নতুন চমক, মন ভরে যাবে





