WB Panchayat Election 2023 : ভোটে একে অপরের প্রতিদ্বন্দ্বি! বিমলদার চায়ের দোকানে এলেই সবাই বন্ধু! রহস্যটা কী?

Last Updated:

WB Panchayat Election 2023 : পঞ্চায়েত ভোটের আড্ডা সকাল সন্ধ‍্যা জমে ওঠে কালচিনির বিমল দা'র চায়ের দোকানে।সব দলের কর্মীদের ভীড়ে মন ভাল হয় বিমল দে সরকারের।

+
title=

আলিপুরদুয়ার: পঞ্চায়েত ভোটের আড্ডা সকাল সন্ধ‍্যা জমে ওঠে কালচিনির বিমল দা’র চায়ের দোকানে। সব দলের কর্মীদের ভিড়ে মন ভাল হয় বিমল দে সরকারের। দীর্ঘ সময় ধরে কালচিনি বিডিও অফিসের সামনে চায়ের দোকান করছেন বিমল বাবু।কালচিনিতে আড্ডার অন‍্যতম স্থান এই দোকানটি।সকাল সন্ধ‍্যা মানুষের আনাগোনা লক্ষ্য করা যায় এই দোকানে।
তবুও ভোটের জন‍্য অপেক্ষা করে থাকে বিমল দে সরকারের দু চোখ।কারণ ভোট এলেই এই আড্ডা দ্বিগুণ হয়ে যায়।দোকান খোলার সঙ্গেসঙ্গেই বিভিন্ন দলের নেতা কর্মীদের ভিড় উপচে পড়ে দোকানটিতে।প্রচার শুরু হওয়ার আগে একবার চা।আবার প্রচার শেষে চা চাই সব দলের কর্মীদের।
আরও পড়ুন:
advertisement
এমনি সময় একে অপরের প্রতিদ্বন্দ্বি থাকলেও বিমল বাবুর চায়ের দোকানে লক্ষ্য করা যায় বন্ধুত্বের সম্পর্ক।শুধু চা আর আড্ডা হয়ে ওঠে মুল বিষয়।এই বিষয়ে চা বিক্রেতা বিমল দে সরকার জানান, “শুধু পঞ্চায়েত নির্বাচন নয়।আরও তো অনেক নির্বাচন দেখলাম।আমার চায়ের দোকানে শুধু বন্ধুদের দেখেছি।দলীয় আলোচনা খুব কম হয়।সবাই সবার খোঁজ নেয়।দেখেও দু চোখ শান্তি পায়।”
advertisement
Annanya Dey
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
WB Panchayat Election 2023 : ভোটে একে অপরের প্রতিদ্বন্দ্বি! বিমলদার চায়ের দোকানে এলেই সবাই বন্ধু! রহস্যটা কী?
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement