Viral News: হরিণকে ধাওয়া করল একদল কুকুর! তারপর? বক্সার জঙ্গলে ঘটল অবাক ঘটনা
- Reported by:ANNANYA DEY
- hyperlocal
- Published by:Piya Banerjee
Last Updated:
Viral News: গ্রামবাসীরা যা করল ভাবতেও পারবেন না!
আলিপুরদুয়ার: গ্ৰামবাসীদের তৎপরতায় পথকুকুরদের আক্রমণের হাত থেকে রক্ষা পেল একটি হরিণ। কালচিনি ব্লকের বিজয়পুরবস্তি এলাকায় বক্সা জঙ্গল থেকে একটি হরিণ চলে আসে। গ্ৰামের পথকুকুরগুলি হরিণটিকে ধাওয়া করছিল। এদিন সকালে এই ঘটনাটি দেখতে পান একজন গ্রামবাসী।
তিনি গিয়ে বাকিদের ঘটনাটি জানান।বিষয়টি বাকিদের নজরে আসতে তারা পথকুকুরগুলিকে সেখান থেকে সরানোর কাজ শুরু করে। গ্ৰামের বাসিন্দা সমীর রাই ও অন্যান্যরা অনেক কষ্টে হরিণটিকে উদ্ধার করে। পরবর্তীতে গ্ৰামবাসীরা হরিণটিকে বনদফতরের পানা মোবাইল রেঞ্জে নিয়ে আসে।
advertisement
advertisement
এবিষয়ে এলাকার বাসিন্দা সমীর রাই জানান, “চোখের সামনে বন্যপ্রাণটির ক্ষতি হয়ে যেত। তা মেনে নিতে পারতাম না।এছাড়াও বন দফতরের পক্ষ থেকে এলাকায় বারবার সচেতনতা অভিযান চালিয়ে বলা হয় বন্যপ্রাণীদের দেখলে বন দফতরে জানাতে।আমরা সেই কাজটি করেছি।” বনকর্মীরা হরিণটিকে উদ্ধার করে রাজাভাতখাওয়া প্রকৃতিবীক্ষণ কেন্দ্রে নিয়ে যায় চিকিৎসার জন্য। জানা গিয়েছে পরবর্তীতে প্রাথমিক চিকিৎসার পর দুপুরে সেটিকে বক্সা জঙ্গলে ছেড়ে দেওয়া হয় ।
advertisement
Annanya Dey
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Aug 05, 2023 10:43 PM IST
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Viral News: হরিণকে ধাওয়া করল একদল কুকুর! তারপর? বক্সার জঙ্গলে ঘটল অবাক ঘটনা







