Alipurduar News|| ফালাকাটার জঙ্গলে যুবতীর উরুতে আঁচড়ে দিল কে! হন্যে হয়ে খুঁজছে বন দফতর
- Published by:Shubhagata Dey
Last Updated:
Falakata Leopard Attack: পেরিয়ে গিয়েছে দু'দিন। তারপরেও মেলেনি বনদফতরের তরফে চিকিৎসা। নিজের গ্যাটের টাকা খরচ করেই লেপার্ডের আঁচড়ের চিকিৎসা করাচ্ছেন ফালাকাটার যুবতী।
#আলিপুরদুয়ার: পেরিয়ে গিয়েছে দু'দিন। তারপরেও মেলেনি বন দফতরের তরফে চিকিৎসা। নিজের গ্যাটের টাকা খরচ করেই লেপার্ডের আঁচড়ের দাগ সারাচ্ছে ফালাকাটার এক যুবতী। শনিবার রাতে লেপার্ডের হানায় গুরুতর জখম হলেন এক যুবতী। ঘটনাটি ঘটেছে ফালাকাটা ব্লকের দলগাঁও চা বাগান এলাকায়। জখম যুবতীর নাম নবনীতা মজুমদার (২৩)। বাড়ি জটেশ্বর সুকান্ত পল্লিতে। ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়।নবনীতা জানিয়েছে, বীরপাড়া থেকে বাইকে করে বাড়ি ফিরছিল সে। সঙ্গে ছিল আরও দু'জন।
দলগাঁও চা বাগানে ঢুকতে ঢুকতেই চা বাগান থেকে একটি চিতা তাঁদের ওপর ঝাঁপিয়ে পড়ে। তবে এ যাত্রায় প্রাণে বেঁচে গিয়েছেন তিনি। নবনীতা বলেন, "চিতাবাঘটি রাস্তার ধারে লুকিয়ে ছিল। চা বাগান এলাকায় আসার পরই ঝাঁপিয়ে পড়ে তার পায়ে আঁচড় দেয়। কিছুক্ষণের জন্য চোখেমুখে অন্ধকার দেখছিলাম।"
আরও পড়ুনঃ মিলনের সময় মেয়েদের কানে কানে 'এই' কথাগুলো বলুন, উত্তেজনায় পাগল হবে, উজাড় করবে নিজেকে
এরপর কোনওক্রমে নিজেকে সামলে নিতে বুঝতে পারেন পায়ে ব্যাথা লেগেছে। রক্তে ভিজে যেতে থাকে পা। ততক্ষণেও লেপার্ডটি এলাকা ত্যাগ করেনি। কপালজোড়ে অপরদিক থেকে সেসময় একটি গাড়ি আসছিল। যা দেখে লেপার্ডটি সেখান থেকে পালিয়ে যায়। তখনই যুবতীর বন্ধুরা মিলে তাকে ফালাকাটায় একটি ওষুধের দোকানে নিয়ে যায়। সেখানে পায়ে ছ'টি সেলাই পড়ে। ঘটনার ভয়াবহতা এখনও ভুলতে পারছে না যুবতী।
advertisement
advertisement
আরও পড়ুনঃ ভাগ্য বদলাতে রাস্তায় বিক্রি করতেন পাথর! রাতারাতি তাঁরই ভাগ্য বদল! কত কোটি জিতলেন জানুন
এ দিকে বন দফতরের পক্ষ থেকে জানান, হয়েছে আদতে সেটি লেপার্ড ছিল কি না বলা মুশকিল। আহত যুবতী হাসপাতালে ভর্তি হননি। নিজেই চিকিৎসা চালিয়েছেন। যদি তা কোনও বন্যজন্তুর বলে মনে হয়, তবে ভ্যাকসিনের ব্যবস্থা করা হবে। এলাকায় যদি লেপার্ড থাকত,তবে তা বনকর্মীদের নজরে চলে আসত। এ দিকে ওই যুবতী কাতর আবেদন জানিয়েছেন, এলাকায় বনকর্মীরা যেন উপস্থিত থাকে। এ ভাবে প্রাণহানিও হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।
advertisement
চা বাগান লেপার্ডের বসবাসের আদর্শ। চা বাগানের ঝোপ থেকে আওয়াজ এলেই সতর্ক হয়ে যান বাগান শ্রমিক ও এলাকাবাসীরা। দিনের বেলায় খুব কম আক্রমণের চেষ্টা চালায় লেপার্ড। তবে সন্ধ্যে নামতেই ওঁত পেতে শিকারের অপেক্ষায় বসে থাকে। সম্প্রতি সুভাষিনি চা বাগানে ৩০ নং সেকশনে কাজ করার সময় এক লেপার্ড কর্মরত শ্রমিকের ওপর হামলা করে, এ ঘটনায় গুরুতর আহত হন পরেশ মিঞ্জ। তাঁর পিঠে আঘাত লাগে।
advertisement
Annanya Dey
Location :
First Published :
November 07, 2022 7:46 PM IST
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News|| ফালাকাটার জঙ্গলে যুবতীর উরুতে আঁচড়ে দিল কে! হন্যে হয়ে খুঁজছে বন দফতর