Alipurduar News: পথ দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু কামাখ্যাগুড়িতে
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
পথ দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যুর ঘটনায় শোকের ছায়া আলিপুরদুয়ার জেলার কামাখ্যাগুড়ি এলাকায়। বৃহস্পতিবার গভীর রাতে বাইক নিয়ে কামাখ্যাগুড়ি তেঁতুলতলা সংলগ্ন ৩১নং সি জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে পড়ে দুই যুবক।
#আলিপুরদুয়ার : পথ দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যুর ঘটনায় শোকের ছায়া আলিপুরদুয়ার জেলার কামাখ্যাগুড়ি এলাকায়। বৃহস্পতিবার গভীর রাতে বাইক নিয়ে কামাখ্যাগুড়ি তেঁতুলতলা সংলগ্ন ৩১নং সি জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে পড়ে দুই যুবক। এরপর তাঁদের উদ্ধার করে কামাখ্যাগুড়ি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে এবং চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়। অপরজনকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে রেফার করে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয় । মৃত দুই যুবকের নাম মৃন্ময় সাহা ও সুব্রত দাস। তাঁদের বাড়ি কামাখ্যাগুড়ি এলাকায়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে কামাখ্যাগুড়ি ফাঁড়ির পুলিশ। শুক্রবার মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।
রাত বাড়লেই ভয়াবহ হয়ে ওঠে জাতীয় সড়ক। দশমীর গভীর রাতে কালচিনি ব্লকের হাসিমারার সুভাষিনী এলাকায় পথ দুর্ঘটনায় মৃত্যু হয় এক যুবকের। মৃত যুবকের নাম শুভদীপ পাল।তার বয়স ২৭ বছর। জানা যায় তার বাড়ি কালচিনি ব্লকের নিমতী চৌপথি এলাকায়। দশমীর রাতে শুভদীপ মোটরসাইকেল করে নিমতি থেকে মাদারিহাট এর উদ্দেশ্যে গিয়েছিল। দেবীর বিসর্জন দেখে ভোরে ফেরার পথে হাসিমারার সুভাষিনী এলাকায় কোনও গাড়ি তাকে ধাক্কা দেয়। এই ঘটনায় গুরুতরভাবে জখম হন শুভদীপ পাল।
advertisement
advertisement
এরপর স্থানীয়দের সহযোগিতায় তাকে হাসিমারা এয়ার ফোর্স হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে কালচিনির উত্তর লতাবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। কালচিনি পুলিশ মৃত ওই যুবকের দেহ উদ্ধার করেছে। যুবকের মৃতদেহ ময়নাতদন্তের জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতাল পাঠানো হয়। ঘাতক গাড়ি ও চালক দুজনেই পলাতক। পুলিশ জানিয়েছেন ঘটনার তদন্ত করছে।
advertisement
Annanya Dey
Location :
First Published :
October 15, 2022 12:21 AM IST