Aliurduar News: নতুন প্রজন্মকে নিয়ে আদিবাসী নৃত্যের প্রশিক্ষণ আলিপুরদুয়ারে
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
আদিবাসী কৃষ্টি ও সংস্কৃতি সম্পর্কে নতুন প্রজন্মকে বোঝানোর উদ্যোগ গ্রহণ করেছে বকুলবাগান রঙ্গমঞ্চ। সেই অনুযায়ী কর্মশালার আয়োজন করা হচ্ছে। বকুলবাগান রঙ্গমঞ্চের তরফে কালচিনি ব্লকের মধু চা বাগানে দুদিন ব্যাপী লোকনৃত্য নাট্যের কর্মশালার শনিবার শেষ দিন ছিল।
#আলিপুরদুয়ার : আদিবাসী কৃষ্টি ও সংস্কৃতি সম্পর্কে নতুন প্রজন্মকে বোঝানোর উদ্যোগ গ্রহণ করেছে বকুলবাগান রঙ্গমঞ্চ। সেই অনুযায়ী কর্মশালার আয়োজন করা হচ্ছে। বকুলবাগান রঙ্গমঞ্চের তরফে কালচিনি ব্লকের মধু চা বাগানে দুদিন ব্যাপী লোকনৃত্য নাট্যের কর্মশালার শনিবার শেষ দিন ছিল। মূলত, আদিবাসী সম্পদায়ের নতুন প্রজন্মের কাছে তাদের সংস্কৃতিকে তুলে ধরতেই এই কর্মশালা। জানা যায়,মধু চা বাগানের ২৫ জন তরুণ-তরুণী এই কর্মশালায় অংশগ্রহণ করেছে। এই কর্মশালাটি পরিচালনায় রয়েছেন সম্পাদক রুম্পা গুঁই।
এছাড়াও সামগ্রিক পরিকল্পনা ও প্রধান প্রশিক্ষকের দায়িত্বে রয়েছেন সভাপতি শুভব্রত দে। যেকোনও উৎসব অনুষ্ঠানে পূর্ব প্রজন্মকেই আদিবাসী নৃত্যে এগিয়ে আসতে দেখা যায়। নব প্রজন্মের ছেলেমেয়েরা এই সংস্কৃতির ধারেকাছে থাকতে চায় না। এমন অনীহার ছবি কেন দেখা যায়? এই প্রশ্নের উত্তর খুঁজছিল এই সংস্থাটি। মধু বাগানে গিয়ে তরুণ ও তরুণীদের সঙ্গে কথা বলেন তারা। তাদেরকে বোঝান সংস্কৃতির বিষয়ে। হাতে কলমে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। ঐতিহ্যে ভাগ বসাচ্ছে আধুনিকতা।
advertisement
আরও পড়ুনঃ নদী ভাঙনের ভয়ে রাতের ঘুম উড়েছে আলিনগর পূর্বপাড়ার বাসিন্দাদের
বাঁশির সুরের জায়গা নিচ্ছে উচ্চ ক্ষমতার অ্যাম্পলিফায়ার থেকে ভেসে আসা ততোধিক উচ্চকিত, ভোজপুরি গান। ধামসা মাদলের দ্রিম দ্রিম শব্দের জায়গা নিয়েছে অত্যাধুনিক তালবাদ্যের ‘বিট’। সাদা ধুতি আর লাল পাড়ের সাদা শাড়ির জায়গা নিয়েছে স্নিকার, জিনস, সালোয়ার, স্কার্ট। কোনও মতে শুধু টিকে রয়েছে মহিলাদের একে অন্যের কোমর ধরে লোকনৃত্যের পরিচিতি দৃশ্যটি। কার্যত উধাও হয়ে যাচ্ছে এই দৃশ্যগুলি। সেই চিরাচরিত ছবিগুলি আদিবাসী সমাজে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছে সংস্থাটি। শেখানো হচ্ছে তাদের আদিবাসী নাচ। তরুণ,তরুণীদের মধ্যে যথেষ্ট আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।
advertisement
advertisement
Annanya Dey
Location :
First Published :
October 15, 2022 11:38 PM IST
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Aliurduar News: নতুন প্রজন্মকে নিয়ে আদিবাসী নৃত্যের প্রশিক্ষণ আলিপুরদুয়ারে