Alipurduar News: আচমকা চা বাগানে অজানা জন্তুর গর্জন! বেঘোরে প্রাণ গেল শ্রমিকের, ঘটনা জানলে হাড় হিম হয়ে যাবে
- Reported by:ANNANYA DEY
- hyperlocal
Last Updated:
চা বাগানে কাজ করতে গিয়ে হঠাৎই এক অজানা জন্তুর আওয়াজ।
আলিপুরদুয়ার: চা বাগানে কাজ করতে গিয়ে হঠাৎই এক অজানা জন্তুর আওয়াজ পাওয়া যায়। তারপরেই চা বাগানের নালায় পড়ে যান এক শ্রমিক।হাসপাতালে নিয়ে আসতেই তাকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসক।
চা বাগানের নর্দমায় পরে চা শ্রমিকের মৃত্যুর ঘটনায় হতবাক অন্যান্য শ্রমিকরা। মৃতের নাম বুয়াস বাগওয়ার।তার বয়স ৫৮ বছর। তিনি কালচিনি ব্লকের সাতালি চা বাগানে কর্মরত ছিলেন। বাগানে কর্মরত শ্রমিক সূত্রে খবর, “সকালে অন্যান্য দিনের মত কাজে যোগদান দিয়েছিলেন শ্রমিকরা।বাগানে কাজ করার সময় কিছুদিন ধরে নানান শব্দ শুনছেন শ্রমিকরা।আজও একটা জন্তুর শব্দ শুনেছেন।বাগানে কাজ করার সময় বুয়াস আচমকাই বাগানের নর্দমায় পরে যান।”
advertisement
advertisement
এরপর বাকি শ্রমিকরা তাকে উদ্ধার করে বাগানের হাসপাতালে নিয়ে এলে সেখান থেকে তাকে লতাবাড়ি গ্রামীন হাসপাতালে রেফার করা হয়। সেসময় কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। হৃদযন্ত্র বিকল হয়ে তার মৃত্যু বলে জানা যায়।
advertisement
কী দেখে মৃত্যু হল এই শ্রমিকের উঠছে নানান প্রশ্ন।এই সময় বাগানে অজগর, বিষাক্ত সাপের উপদ্রব দেখা যায়। তবে সেসব দেখতে অভ্যস্ত শ্রমিকরা। এই আওয়াজ অন্য কোনও বন্যজন্তুর বলে জানিয়েছেন শ্রমিকরা। মৃতদেহ উদ্ধার করেছে কালচিনি থানার পুলিশ।
অনন্যা দে
Location :
Kolkata,West Bengal
First Published :
August 25, 2023 5:44 PM IST
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: আচমকা চা বাগানে অজানা জন্তুর গর্জন! বেঘোরে প্রাণ গেল শ্রমিকের, ঘটনা জানলে হাড় হিম হয়ে যাবে