Alipurduar News: শ্রমিকরা সময়ে বেতন না পাওয়ায় তোলপাড় চা বাগানে
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:ANNANYA DEY
Last Updated:
সময়ের বেতন পাওয়া যাচ্ছে না, সেইসঙ্গে পিএফ, গ্র্যাচুইটির টাকাও জমা দিচ্ছে না বাগান কর্তৃপক্ষ। আলিপুরদুয়ারের কালচিনি চা বাগানের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ শ্রমিকদের
আলিপুরদুয়ার: শ্রমিকদের প্রাপ্য নয়ছয়ের অভিযোগে উত্তেজনা চা বাগানে। এমনকি প্রতিমাসে সময় মতো বেতন দেয়া হচ্ছে না বলেও অভিযোগ ক্ষুব্ধ চা শ্রমিকদের। প্রতিবাদে বুধবার বাগানের ম্যানেজারের কার্যালয় ঘিরে তীব্র বিক্ষোভ দেখালেন তাঁরা। কালচিনি চা বাগানের এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে চা শিল্পে।
আলিপুরদুয়ারের কালচিনি চা বাগান চা শিল্পে যথেষ্ট পরিচিত নাম। সেখানকার শ্রমিকরা বাগান কর্তৃপক্ষের বিরুদ্ধে এবার বিস্ফোরক অভিযোগ আনলেন। শ্রমিকদের পক্ষ থেকে জানানো হয়েছে, নিয়মিত তাঁরা বেতন পাচ্ছেন না। শুধু তাই নয় শ্রমিকদের পিএফ, গ্র্যাচুইটির টাকাও ঠিকমতো জমা দিচ্ছে না চা বাগান কর্তৃপক্ষ। সার্বিকভাবেই শ্রমিকদের আর্থিকভাবে বঞ্চনা করছে মালিকপক্ষ। আর্থিক পাওনাগণ্ডা নিয়ে একাধিক অভিযোগ তুলে বুধবার চা-বাগানে গেটে মিটিং করেন শ্রমিকরা। সেখানে শ্রমিক ও তাঁদের পরিবারের সদস্যরা জড়ো হয়ে মালিকপক্ষের একাধিক সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেন। এরপরই কারখানার ম্যানেজারের কার্যালয় ঘেরাও হয়।
advertisement
advertisement
প্রাপ্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চনার অভিযোগ তুলে কালচিনি চা বাগানের শ্রমিকরা গেট মিটিং শেষে ম্যানেজারের কার্যালয় ঘেরাও করে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান। কারখানার মালিকপক্ষের বিরুদ্ধে তাঁরা স্লোগানও দেন। ক্ষুব্ধ শ্রমিকরা জানিয়েছেন, দ্রুত তাঁদের সমস্যার সমাধান না হলে আগামী দিনে আরও বড় আন্দোলন গড়ে তোলা হবে।
অনন্যা দে
Location :
Kolkata,West Bengal
First Published :
July 19, 2023 5:23 PM IST