Leopard In Tea Garden: চা বাগানের আনাচে কানাচে ঘুরছে ডোরাকাটা! আতঙ্কে যা সিদ্ধান্ত নিল শ্রমিকরা!
- Reported by:ANNANYA DEY
- hyperlocal
- Published by:purnendu mondal
Last Updated:
লেপার্ডে ভরে গিয়েছে বাগান। হাতে রয়েছে বাজি যা লেপার্ড তাড়াতে যথেষ্ট। কিন্তু তবুও বাগানে যেতে ভয় মথুরা চা বাগানের শ্রমিকদের। কাজ বন্ধ চা বাগানে।
আলিপুরদুয়ার: লেপার্ডে ভরে গিয়েছে বাগান। হাতে রয়েছে বাজি যা লেপার্ড তাড়াতে যথেষ্ট। কিন্তু তবুও বাগানে যেতে ভয় মথুরা চা বাগানের শ্রমিকদের। বৃষ্টি হয়েছে,পাতা তোলার কাজ শুরু হয়েছে। কিন্তু লেপার্ডের দৌরাত্ম্য ভাবিয়ে তুলেছে মথুরা চা বাগানের শ্রমিকদের। লেপার্ড যতক্ষণ না ধরা পড়ছে ততক্ষণ কাজ নয়,বলে সাফ জানিয়ে দিয়েছেন শ্রমিকরা।
জানা গিয়েছে, আউট ডিভিশনে লেপার্ড আতঙ্ক প্রায় এক মাস ধরে। গত মঙ্গলবার সকালে কাজে এসে চা বাগানে লেপার্ড দেখতে পান শ্রমিকরা। গবাদি পশুর নিখোঁজ হওয়ার ঘটনা তো ঘটেই চলেছে।সেগুলি লেপার্ডের খাদ্য হয়েছে বলে দাবি শ্রমিকদের। এবারে লেপার্ডের খাদ্য মানুষেরা হতে পারে বলে আথঙ্ক শ্রমিকদের।
advertisement
advertisement
যার কারণে তারা কাজ করতে চাইছেন না। বিষয়টি জানেন বাগানের ম্যানেজার। কাজের ক্ষতি দেখে পরবর্তীতে বনদফতরে খবর দেন বাগানকর্মীরা। বাগানে দুটির বেশি লেপার্ড রয়েছে বলে খবর। জলদাপাড়া বনবিভাগের কর্মীরা খাঁচা বসিয়ে দেয় বাগানে। ট্র্যাপ ক্যামেরা বসানো রয়েছে।
আরও খবর পড়তে ফলো করুন
Annanya Dey
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Mar 22, 2024 5:02 PM IST
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Leopard In Tea Garden: চা বাগানের আনাচে কানাচে ঘুরছে ডোরাকাটা! আতঙ্কে যা সিদ্ধান্ত নিল শ্রমিকরা!






