Alipurduar News: হঠাৎ টিবি আক্রান্তের সংখ্যা বাড়লো আলিপুরদুয়ারে, পরিস্থিতি সামলাতে টাস্ক ফোর্স
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:ANNANYA DEY
Last Updated:
বর্তমানে আলিপুরদুয়ার জেলায় টিবি আক্রান্তের সংখ্যা ১,৪০০ জন। এই তথ্য জানালেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুমিত গাঙ্গুলি।
আলিপুরদুয়ার: জেলায় ফের বাড়ছে টিবি রোগীর সংখ্যা। এই তথ্য নজরে আসতেই তৎপর হয়ে উঠেছে স্বাস্থ্য দফতর। পরিস্থিতি মোকাবিলার পথ খুঁজতে তড়িঘড়ি জেলা স্বাস্থ্য দফতরে আয়োজিত হল উচ্চ পর্যায়ের বৈঠক। সেখানে টিভি আক্রান্তের সংখ্যা নিয়ন্ত্রণে রাখতে এবং আক্রান্তদের চিকিৎসার উদ্দেশ্যে তৈরি হল টাস্ক ফোর্স।
আরও পড়ুন: ইসলামপুরে আয়োজিত হল চলচ্চিত্র উৎসব
বর্তমানে আলিপুরদুয়ার জেলায় টিবি আক্রান্তের সংখ্যা ১,৪০০ জন। এই তথ্য জানালেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুমিত গাঙ্গুলি। মঙ্গলবার ডুয়ার্সকন্যায় এই নিয়ে একটি বৈঠকের আয়োজিত হয়। সেই বৈঠকে জেলাশাসক সুরেন্দ্রকুমার মিনা নিজে উপস্থিত ছিলেন। সেখানে পরিস্থিতি মোকাবিলার সমস্ত পথ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পরে যে টাস্ক ফোর্স তৈরি হয়েছে সেখানে আছেন প্রতিটি ব্লকের বিডিও এবং বিএমওএইচ’রা।
advertisement
advertisement
জানা গিয়েছে জেলার চা বাগান এলাকাগুলিতেই টিবি আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। তাই চা বাগান বেষ্টিত ব্লকগুলিতে কড়া নজর রাখছে জেলা স্বাস্থ্য দফতর। বিএমওএইচ-দের নির্দেশ দেওয়া হয়েছে টিবি রোগীদের খুঁজে বের করে চিকিৎসা শুরু করতে হবে। টিবি আক্রান্ত এলাকাগুলিতে সচেতনতা অভিযান চলবে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুমিত গাঙ্গুলি আশ্বস্ত করে বলেন, নিয়ম মেনে চললে টিবি দুর করা সম্ভব। তাই সকলে মিলে এই কাজে অংশ নিতে হবে।
advertisement
অনন্যা দে
Location :
Kolkata,West Bengal
First Published :
May 30, 2023 9:45 PM IST
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: হঠাৎ টিবি আক্রান্তের সংখ্যা বাড়লো আলিপুরদুয়ারে, পরিস্থিতি সামলাতে টাস্ক ফোর্স