Alipurduar News: কবে চালু হবে গার্লস হস্টেল,অপেক্ষায় আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা
- Reported by:ANNANYA DEY
- hyperlocal
- Published by:purnendu mondal
Last Updated:
নির্মাণ কাজ চলছে বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নিবাসের। ভাড়াবাড়িতে বাধ্য হয়ে থাকছেন দুর থেকে আসা ছাত্রীরা। দ্রুত হস্টেল চালুর দাবি।
আলিপুরদুয়ার: নির্মাণ কাজ চলছে বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নিবাসের।ভাড়াবাড়িতে বাধ্য হয়ে থাকছেন দুর থেকে আসা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা। কেউ তিন হাজার আবার কেউ চার হাজার টাকা বাড়ি ভাড়া দিয়ে থাকছেন শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের পড়াশুনা চালিয়ে যাবেন বলে। ধূপগুড়ি,ময়নাগুড়ি থেকে পড়ুয়ারা আসেন। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশুনা করার সুযোগ পান না,তারা এই বিশ্ববিদ্যালয়ে চলে আসেন।
পড়ুয়াদের মতে রোজ যাতায়াত করে পড়াশুনা চালিয়ে যাওয়া সম্ভব নয়। তাই বাধ্য হয়ে তাদের এখানেই থাকতে হয় বাড়ি ভাড়া নিয়ে। অলিভা সোম নামের এক পড়ুয়া জানান,”আলিপুরদুয়ার থেকে ময়নাগুড়ি,ধূপগুড়ি যেতে সময় লাগে আড়াই ঘন্টা। যাতায়াতে পাঁচঘন্টা লেগে যায়।তারপর আবার ক্লাস করা। হয়না এইভাবে। টাকাটাও অনেক খরচ হচ্ছে।”
advertisement
advertisement
বিশ্ববিদ্যালয়ের কাছে ছাত্রীরা অনুরোধ জানিয়েছেন,যাতে স্বল্প ব্যবস্থার মধ্যেই এই হস্টেলটি খুলে দেওয়া হয়। কারণ ভাড়া বাড়ি থেকে আর্থিক সমস্যা হচ্ছে। মাঝপথে নাহলে পড়াশুনা ছেড়ে দিতে হবে তাঁদের।
আরও খবর পড়তে ফলো করুন
Annanya Dey
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Nov 24, 2023 5:09 PM IST
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: কবে চালু হবে গার্লস হস্টেল,অপেক্ষায় আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা









