Alipurduar News: অসুস্থ ময়ূরকে চিকিৎসা করাতে নিয়ে গেল চা বাগান শ্রমিকরা
- Published by:Nagantara
- hyperlocal
- Reported by:ANNANYA DEY
Last Updated:
কালচিনি ব্লকের নিমতি চা বাগানের ভেতরে ঘুরছিল একটি ময়ূর। ঠিকমত হাঁটতে পারছিল না সেটি। অসুস্থ বুঝেই সেটিকে উদ্ধার করে শ্রমিকরা বনদফতরের হাতে তুলে দেয়।
আলিপুরদুয়ার: চা বাগানে ঘুরছিল একটি ময়ূর। ঠিকমত হাঁটতে পারছিল না সেটি। অসুস্থ বুঝেই সেটিকে উদ্ধার করতে যায় শ্রমিকরা। বাগান শ্রমিকদের সামনে এগিয়ে যেতে দেখে ভয় পেয়ে যায় ময়ূরটি। তারপরেও অসুস্থ ময়ূরটিকে উদ্ধার করে বাগান শ্রমিকরা। বনদফতরের হাতে সেটিকে তুলে দেয় চা শ্রমিকরা।
বৃহস্পতিবার দুপুরে কালচিনি ব্লকের নিমতি চা বাগানের ভেতরে একটি ময়ূরকে দেখতে পায় শ্রমিকরা। অসুস্থ ময়ূরটি উদ্ধারের পর বনদফতরের নিমতি রেঞ্জে খবর দেয় শ্রমিকরা। ঘটনাস্থলে বনকর্মীরা পৌঁছে ময়ূরটিকে উদ্ধার করে নিয়ে যায়।
আরও পড়ুন ঃ শুঁটকির চপ খেয়েছেন! গন্ধ নেই! স্বাদে দারুণ! রইল ঠিকানা! ভিড় সামলানো মুশকিল
বনদফতরের তরফে জানা গিয়েছে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা পর ময়ূরটিকে আবার জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে বনদফতর সুত্রে খবর। বনদফতর সূত্রে জানা গিয়েছে,ময়ূরটি পূর্ণবয়স্ক নয়। হয়ত দলছুট হয়ে চলে এসেছিল বাগানে। কিভাবে আঘাত পেল ময়ূরটি পায়ে তা দেখা হবে। বক্সার জঙ্গলে ময়ূরটিকে ছাড়া হবে।
advertisement
advertisement
Annanya Dey
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
August 24, 2023 7:49 PM IST