Alipurduar: পৃথক গ্রাম পঞ্চায়েতের দাবিতে সরব নিমতিঝোড়া ও নিমতি দোমহনী এলাকার মানুষেরা

Last Updated:

আগামী পঞ্চায়েত নির্বাচনের আগেই পৃথক গ্রাম পঞ্চায়েতের দাবি তুললেন কালচিনি ব্লকের নিমতিঝোড়া ও নিমতি দোমহনী এলাকার মানুষেরা।

+
title=

আলিপুরদুয়ার: আগামী পঞ্চায়েত নির্বাচনের আগেই পৃথক গ্রাম পঞ্চায়েতের দাবি তুললেন কালচিনি ব্লকের নিমতিঝোড়া ও নিমতি দোমহনী এলাকার মানুষেরা। তারা তাদের দাবীপত্র ইতিমধ্যে মুখ্যমন্ত্রীর কাছে পাঠিয়েছেন। আলাদা গ্রাম পঞ্চায়েত মিলবে এই আশায় দুই এলাকার বাসিন্দারা। নিমতিঝোড়া ও নিমতি দোমহনী দুই এলাকা মিলিয়ে রয়েছে দশটি সংসদ।হাজারের ওপরে মানুষজনের বসবাস এলাকায়।বর্তমানে দুটি এলাকা লতাবাড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত।লতাবাড়ি গ্রাম পঞ্চায়েত দফতর হ্যামিল্টনগঞ্জে রয়েছে।নিমতিঝোড়া এবং নিমতি দোমহনী এলাকা থেকে গ্রাম পঞ্চায়েতের দুরত্ব প্রায় ১৮ কিলোমিটার। এই ১৮ কিলোমিটার পথ পেরিয়ে গ্রাম পঞ্চায়েত দফতরে গুরুত্বপূর্ণ কাজ করতে এসে নাজেহাল হতে হয় নিমতি এলাকার মানুষদের।
নিমতিঝোড়া ও নিমতি দোমহনী এলাকার বাসিন্দারা চা বাগানের শ্রমিকের কাজ, দিনমজুরি করে জীবিকা নির্বাহ করেন। এই দিন আনি দিন খাই মানুষদের দৈনিক মজুরি ১৫০-২০০ টাকা। কোনো গুরুত্বপূর্ণ কাজ নিয়ে লতাবাড়ি গ্রাম পঞ্চায়েত দফতরে এলে গাড়িভাড়া চলে যায় ৭০-৮০ টাকা।এরপর আর সংসার চালানোর টাকা থাকেনা এলাকাবাসীদের হাতে।
advertisement
advertisement
তাই পৃথক গ্রাম পঞ্চায়েতের দাবি তাদের।পঞ্চায়েত নির্বাচনের আগেই কি মিলবে পৃথক গ্রামপঞ্চায়েত? এই প্রশ্নের উত্তরের দিকে তাকিয়ে নিমতিঝোড়া ও নিমতি দোমহনী এলাকার মানুষেরা। এই দাবীপত্র প্রথম পাঠানো হয় কালচিনি ব্লক কার্যালয়ে। তারপর জেলা শাসকের কাছে। মুখ্যমন্ত্রীর কাছেও গিয়েছে দাবীপত্র।
advertisement
কালচিনির বিডিও প্রশান্ত বর্মণ জানিয়েছেন, \"দাবি করার অধিকার যে কোনো মানুষের রয়েছে। নিমতিঝোড়া ও নিমতি দোমহনী এলাকাবাসীদের দাবীপত্র পেয়েছি। তাঁদের সমস্যার কথা বুঝতে পারি। তবে ব্লকের তরফ থেকে পৃথক গ্রাম পঞ্চায়েতের দাবিতে শীলমোহর দেওয়া সম্ভব নয়।রাজ্য সরকার যা সিদ্ধান্ত নেবেন তা ওই এলাকার বাসিন্দাদের জানিয়ে দেওয়া হবে।\"
Ananya Dey
view comments
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar: পৃথক গ্রাম পঞ্চায়েতের দাবিতে সরব নিমতিঝোড়া ও নিমতি দোমহনী এলাকার মানুষেরা
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement