Ragging in school: যাদবপুরে ছাত্রমৃত্যু, তাতেও শিক্ষা নেই, এবার কেন্দ্রীয় নবোদয় বিদ্যালয়ে র্যাগিংয়ের অভিযোগ
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:ANNANYA DEY
Last Updated:
Ragging in school: একাদশ শ্রেণির এক ছাত্রের মানিব্যাগ হারিয়ে যায়,যদিও তা পুনরায় মেলে। এই ঘটনার থেকে শুরু হয় নবম শ্রেণির এক ছাত্রের উপর নানাভাবে অত্যাচার।
আলিপুরদুয়ার: যাদবপুর হোস্টেলে ছাত্রমৃত্যুর পর এখন পড়ুয়া হেনস্তা রুখতে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে বিভিন্ন পঠন-পাঠন ইন্সটিটিউশন৷ এরই মধ্যে কেন্দ্রীয় নবোদয় বিদ্যালয়ের ছাত্রাবাসে র্যাগিং।এই অভিযোগে সরব অভিভাবক মহল।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে র্যাগিং কান্ডে ছাত্র মৃত্যুর রেশ কাটতে না কাটতেই সামনে এল কেন্দ্রীয় বিদ্যালয়ের ছাত্রাবাসে র্যাগিং-এর ঘটনা। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে পড়ুয়াদের পাশাপাশি অভিভাবক মহলে।
advertisement
একই সঙ্গে দুশ্চিন্তা গ্রাস করছে অভিভাবকদের। আলিপুরদুয়ার জেলার বারবিশায় অবস্থিত জওহর নবোদয় বিদ্যালয়। দূর-দূরান্তের পড়ুয়ারা এই বিদ্যালয়ে পড়তে আসে। জানা গেছে গত ৮ অগাস্ট রাতে নবম শ্রেণির এক ছাত্রকে শারীরিক এবং মানসিক অত্যাচার করে একাদশ শ্রেণির কয়েকজন ছাত্র মিলে।যদিও পরে অভিভাবকদের অভিযোগের ভিত্তিতে ঘটনায় যুক্ত তিনজন ছাত্রকে সাসপেন্ড করেছে স্কুল কর্তৃপক্ষ।
advertisement
একাদশ শ্রেণির এক ছাত্রের মানিব্যাগ হারিয়ে যায়,যদিও তা পুনরায় মেলে। এই ঘটনার থেকে শুরু হয় নবম শ্রেণির এক ছাত্রের উপর নানাভাবে অত্যাচার। ঘটনার ১২দিন পর তা জানাজানি হয়।নবম শ্রেণির ওই পড়ুয়া শিক্ষকদের লিখিত অভিযোগ দেয়।
advertisement
এরপর রবিবার বিকেলে পড়ুয়াদের অভিভাবকের সঙ্গে বৈঠক করে বিদ্যালয় কর্তৃপক্ষ। বৈঠকে অভিভাবকের তরফে স্কুল এবং হোস্টেলের ছাত্রাবাসে সিসি ক্যামেরা লাগানর দাবি রাখা হয়।এছাড়াও র্যাগিং নিয়ে সচেতনতা প্রচার, প্রতি মাসে পড়ুয়াদের অভিভাবকদের নিয়ে বৈঠকের দাবি রাখা হয়। এছাড়াও ৮ তারিখের র্যাগিং এর ঘটনা নিয়ে পর্যালোচনাও করা হয়।কিন্তু বৈঠক শেষে নির্যাতিত ছাত্রের অভিভাবক সহ সকলে অসন্তোষ প্রকাশ করেন।
advertisement
Annanya Dey
Location :
Kolkata,West Bengal
First Published :
August 21, 2023 3:57 PM IST
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Ragging in school: যাদবপুরে ছাত্রমৃত্যু, তাতেও শিক্ষা নেই, এবার কেন্দ্রীয় নবোদয় বিদ্যালয়ে র্যাগিংয়ের অভিযোগ