Alipurduar News: চোরের জ্বালায় অতিষ্ট রোগীরা, কোমর বেঁধে ময়দানে নামলেন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান

Last Updated:

হাসপাতালে আসা রোগী ও তাঁদের পরিজনদের অভিযোগ, এই চুরির ঘটনার সঙ্গে হাসপাতালের কর্মীদের একাংশ জড়িত আছে। এই অবস্থায় চোর ধরতে আসরে নেমেছে রোগী কল্যাণ সমিতি।

+
title=

আলিপুরদুয়ার: হাসপাতালে চোরের উৎপাতে অতিষ্ঠ রোগীর পরিজনরা। হাসপাতালের করিডরের লাইট, এসির যন্ত্রাংশ যখন তখন খুলে নিয়ে চলে যাচ্ছে চোরের দল। তাদের হাত সাফাইয়ের কৌশল দেখলে মাথা খারাপ হয়ে যাবে। এমনকি ছাড় পাচ্ছেন না রোগীর পরিজনরাও। কোথাও বসে একটু অন্যমনস্ক হয়েছেন তো কী, ওমনি সাফ হয়ে যাচ্ছে পকেট। চোরের দাপটে রীতিমত শিয়রে সংক্রান্তি অবস্থা আলিপুরদুয়ার জেলা হাসপাতালে আসা রোগী ও তাঁদের পরিজনদের।
হাসপাতালে আসা রোগী ও তাঁদের পরিজনদের অভিযোগ, এই চুরির ঘটনার সঙ্গে হাসপাতালের কর্মীদের একাংশ জড়িত আছে। এই অবস্থায় চোর ধরতে আসরে নেমেছে রোগী কল্যাণ সমিতি। তাঁদের সদস্যরা চোর ধরার জন্য হাসপাতালের সর্বত্র ঘুরে বেড়াচ্ছেন।
advertisement
চোরের উৎপাতে পরিস্থিতি এমন হয়েছে যে হাসপাতালের অন্ধকার করিডোরে বসে থাকতে হচ্ছে রোগী ও তাঁর পরিজনদের। অন্য কোনও বড় বিপদ ঘটে যাওয়ার আতঙ্কে ভুগছেন তাঁরা। কয়েকজন রোগীর দাবি, নিজের চোখে হাসপাতালের কয়েকজন কর্মীকে করিডরের আলো খুলে নিতে দেখেছেন।
advertisement
এই সমস‍্যার সমাধান করতে কোমর বেঁধে ময়দানে নেমেছেন রোগী কল‍্যাণ সমিতির চেয়ারম্যান তথা আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল। উল্লেখ্য, সম্প্রতি কলকাতায় গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে উত্তরীয় পরার পরই এই জেলা হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদে বসার সুযোগ পেয়েছেন সুমন কাঞ্জিলাল। তিনি রীতিমত পুলিশ এনে হাসপাতালের যেসব এলাকায় চুরির ঘটনা ঘটেছে সেগুলি পরিদর্শন করেন। সুমন কাঞ্জিলালের দাবি, পরিকল্পিতভাবেই এই ঘটনা ঘটানো হচ্ছে। ইচ্ছে করে রোগী ও তাঁদের পরিজনদের হয়রানি করা হচ্ছে। তিনি জানান, অপরাধীদের ছেড়ে কথা বলা হবে না। এই বিষয়ে আলিপুরদুয়ার জেলা হাসপাতালের সুপার পরিতোষ মণ্ডল জানান, রোগী কল‍্যাণ সমিতির মিটিং শীঘ্রই ডাকা হবে। আমাদের তরফ থেকে তদন্ত করা হচ্ছে।হাসপাতালের কোনও কর্মী জড়িত থাকলে তাদের বাদ দেওয়া হবে।
advertisement
অনন্যা দে
view comments
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: চোরের জ্বালায় অতিষ্ট রোগীরা, কোমর বেঁধে ময়দানে নামলেন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement