Elephant Attack: হাতির হানায় মৃত্যু মাদারিহাটের এক বৃদ্ধের
- Reported by:ANNANYA DEY
- hyperlocal
Last Updated:
এক মাসের মধ্যে দু'বার হাতির হানায় মৃত্যু হল মানুষের। এবারে হাতির আক্রমণের বলি এক বৃদ্ধ।
আলিপুরদুয়ার: হাতির আক্রমণের বলি হল এক বৃদ্ধ।ঘটনায় ক্ষিপ্ত মাদারিহাট এলাকার বাসিন্দারা।এক মাসের মধ্যে দু’বার হাতির হানায় মৃত্যু হল মানুষের। মাদারিহাট এলাকায় বুনো হাতির হানার ঘটনা ঘটেই চলেছে। বুধবার ফের বুনো হাতির হানায় মৃত্যু হল এক ব্যক্তির।মাদারিহাটের প্রধান রাস্তায় চলে আসছে হাতির দল বলে জানায় স্থানীয়রা।
মাদারিহাট মেঘনাদ সাহা নগর এলাকার বাসিন্দা শ্যামদাস শর্মা।তিনি মাদারিহাট গ্ৰাম পঞ্চায়েতের অস্থায়ী কর্মী। এদিন সকালে শ্যামদাস শর্মা প্রতিদিনের মত ঘর থেকে বেরিয়ে গ্ৰাম পঞ্চায়েত কার্যালয়ে যাচ্ছিলেন।তিনি সমস্ত লাইট সুইচ অফ করার উদ্দেশে গিয়েছিলেন বলে জানা যায়। সেসময় মাদারিহাট গ্ৰাম পঞ্চায়েতের কার্যালয়ের সামনে একটি বুনো হাতির মুখোমুখি হয় তিনি।
advertisement
advertisement
বুনো হাতি তার উপর আক্রমণ চালায়।এই ঘটনায় শ্যামদাস শর্মার মৃত্যু হয়। ঘটনাস্থলে মাদারিহাট পুলিশ ও বনদফতরে জলদাপাড়া বনবিভাগের বনকর্মীরা এসে মৃতদেহ উদ্ধার করে। রাম শর্মা নামের এক এলাকাবাসী জানান,”শ্যামদাস শর্মা খুব শান্ত প্রকৃতির মানুষ।ওনার সঙ্গে এমন ঘটনা ঘটবে,মেনে নিতেই পাড়ছি না।প্রধান রাস্তায় হাতি চলে এলে খুব সমস্যা।সকালবেলায় মানুষ একটু হাঁটতেও বেরতে পারবে না যা দেখছি।”
advertisement
Annanya Dey
Location :
Kolkata,West Bengal
First Published :
October 18, 2023 12:51 PM IST