Alipurduar News: শব্দবাজির বিরুদ্ধে অভিযান কালচিনির বিডিও প্রশান্ত বর্মণের
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
গ্রীণ ক্র্যাকার্স ছাড়া অন্য কোনও শব্দবাজি বিক্রি চলবে না,আগেই জানিয়ে দেওয়া হয়েছে প্রশাসনের তরফে। কোথাও এই শব্দবাজি বিক্রি হচ্ছে কি না তা দেখছেন কালচিনির সুপার বিডিও প্রশান্ত বর্মণ। দীপাবলির আগের থেকে চলছে এই অভিযান।
#আলিপুরদুয়ার : গ্রীণ ক্র্যাকার্স ছাড়া অন্য কোনও শব্দবাজি বিক্রি চলবে না,আগেই জানিয়ে দেওয়া হয়েছে প্রশাসনের তরফে। কোথাও এই শব্দবাজি বিক্রি হচ্ছে কি না তা দেখছেন কালচিনির সুপার বিডিও প্রশান্ত বর্মণ। দীপাবলির আগের থেকে চলছে এই অভিযান। দীপাবলীর দিনেও চলল এই অভিযান। কালচিনির বিডিও প্রশান্ত বর্মণ বিভিন্ন দোকানে গিয়ে দেখলেন পসরা। বিডিও-র নির্দেশে পুলিশের পক্ষ থেকে নেওয়া হল পুরো দোকানের তল্লাশি। বিডিও স্পষ্ট জানিয়ে দিয়েছেন ব্যবসায়ীদের শব্দবাজি বিক্রি চলবে না। যদি খবর মেলে কেউ শব্দবাজি বিক্রি করছে। তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
advertisement
কালচিনি হ্যামিল্টনগঞ্জের দোকানগুলিতে মোমবাতি, প্রদীপ বিক্রি হচ্ছে বলে জানান বিডিও। শব্দবাজির হদিস সেখানে মেলেনি। এদিকে হাসিমারায় কিছু ব্যবসায়ী বিক্রি করছিলেন শব্দবাজি। সেখানে অভিযান চলে প্রশাসনের পক্ষ থেকে। কালচিনি ব্লকের হাসিমারা এলাকায় অভিযান চালিয়ে শব্দবাজি বাজেয়াপ্ত করে পুলিশ। এদিকে শব্দবাজি বাজেয়াপ্ত করার সময় হাসিমারা এলাকায় বিক্ষোভ দেখায় ব্যবসায়ীরা। এর জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। হাসিমারাতে কোনো নিষিদ্ধ শব্দবাজি বিক্রি হচ্ছেনা বলে জানান ব্যবসায়ীরা।
advertisement
আরও পড়ুনঃ বিডিও প্রশান্ত বর্মণের তৎপরতায় রোখা গেল অবৈধ বালি পাচার
তা সত্ত্বেও পুলিশ ছোটো ছোটো ব্যবসায়ীদের উপর জুলুম করেছে বলে অভিযোগ। পুলিশ সুত্রে খবর এদিন অভিযান চালিয়ে প্রায় ৭৫ হাজার টাকা মুল্যের নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার হয়েছে। কালচিনির বিডিও শুধু দীপাবলি উপলক্ষ্যে বসা দোকানগুলিতে অভিযান চালাচ্ছেন না। বাজারের প্রতিটি দোকানে তল্লাশি চালান তিনি। বাদ পড়েনি সবজি ও ফলের দোকানগুলি।প্রতিটি দোকানের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন তিনি। তাদের বোঝান শব্দবাজি ব্যবহারের কুফল সম্পর্কে। গ্রীণ ক্র্যাকার্সের মুল্য বেশি হলেও তা বিক্রি করতে হবে বলে সাফ জানান বিডিও প্রশান্ত বর্মণ।
advertisement
Annanya Dey
Location :
First Published :
October 24, 2022 5:16 PM IST
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: শব্দবাজির বিরুদ্ধে অভিযান কালচিনির বিডিও প্রশান্ত বর্মণের