Alipurduar News: প্রবল বৃষ্টিতে নদীর জল ঢুকে ক্ষতিগ্রস্ত বিখ্যাত হলং টুরিস্ট লজ
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:ANNANYA DEY
Last Updated:
টানা বৃষ্টিতে বিপাকে ডুয়ার্সের হলং টুরিস্ট লজ। নদীর জল ঢুকে ক্ষতিগ্রস্ত হল আসবাবপত্র
আলিপুরদুয়ার: টানা বৃষ্টিতে উত্তরবঙ্গের বহু জায়গায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। তারই জেরে এবার হলং নদীর জল ঢুকে ক্ষতিগ্রস্ত হল জলদাপাড়ার বিখ্যাত হলং ট্যুরিষ্ট লজ। এটি পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন বিভাগের টুরিস্ট লজ।
দু’দিন ধরে প্রবল বর্ষণের জেরে ফুলে ফেঁপে ওঠে হলং নদী। ট্যুরিষ্ট লজের পাশ দিয়েই বয়ে যাচ্ছে নদীটি। গত দু’দিন ধরে এখানে বিপদসীমার উপর দিয়ে জল বয়ে যাচ্ছে। তারপরও বৃষ্টি হওয়ায় দু’কুল ছাপিয়ে জল ঢুকে পড়ে বিখ্যাত হলং টুরিস্ট লজে। পরে অবশ্য বৃষ্টির মাত্রা কমায় জল নেমে গিয়েছে। এরপর সেখানকার কর্মীরা দ্রুত সবকিছু পরিষ্কার করা, মেরামতের কাজে লেগে পড়েন।
advertisement
advertisement
জানা গিয়েছে, নদীর জল ঢুকে পড়ার ফলে হলং টুরিস্ট লজের ক্যাফেটেরিয়া, কাঠের আসবাবপত্রের ক্ষতি হয়েছে। লজের বাগানে এখনও জল দাঁড়িয়ে আছে। এই প্রসঙ্গে লজের ম্যানেজার নিরঞ্জন সাহা বলেন, পর্যটক এই মুহূর্তে নেই। থাকলে তাঁরাও অসুবিধের মুখে পড়তেন। লজের পক্ষ থেকে জলদাপাড়া বনবিভাগের কাছে নদীর তীরে একটি গার্ডওয়ালের দাবি জানানো হয়েছে। যদিও সেটি এখনও তৈরি হয়নি। নিরঞ্জনবাবুর দাবি, ওই গার্ডোয়াল তৈরি হয়ে গেলে হলং টুরিস্ট লজে নদীর জল ঢুকে পড়ার আশঙ্কা আর থাকবে না।
advertisement
অনন্যা দে
Location :
Kolkata,West Bengal
First Published :
July 15, 2023 5:36 PM IST
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: প্রবল বৃষ্টিতে নদীর জল ঢুকে ক্ষতিগ্রস্ত বিখ্যাত হলং টুরিস্ট লজ