Alipurduar News: মাথা চারা দিচ্ছে বিলুপ্তপ্রায় ফাইলেরিয়া! উদ্বিগ্নে প্রশাসন
- Reported by:ANNANYA DEY
- hyperlocal
Last Updated:
মাথাচারা দিয়ে উঠছে বিলুপ্তপ্রায় রোগ ফাইলেরিয়া। রোগের বিস্তার শুরু হয়েছে কালচিনি ব্লকের চা বলয়ে।যা নিয়ে উদ্বিগ্ন প্রশাসন।
আলিপুরদুয়ার: মাথাচারা দিয়ে উঠছে বিলুপ্তপ্রায় রোগ ফাইলেরিয়া। রোগের বিস্তার শুরু হয়েছে কালচিনি ব্লকের চা বলয়ে। যা নিয়ে উদ্বিগ্ন প্রশাসন।
ফাইলেরিয়া বা গোদ রোগে আক্রান্তদের বয়স ৮ থেকে ১২ বছরের মধ্যে।এই বয়সের ঊর্ধ্বে আরও কেউ এই রোগে আক্রান্ত রয়েছে কি না তার সন্ধান শুরু করেছে কালচিনি ব্লক প্রশাসন ও স্বাস্থ্য দফতর। যদিও স্বাস্থ্য দফতর সূত্রে খবর এর আগে ফাইলেরিয়ায় আক্রান্ত হওয়ার ঘটনা ঘটেনি কালচিনি ব্লকের চা বলয়ে।
আরও পড়ুন: মাত্র ৫ টাকা খসালেই জনপ্রিয় স্ট্রিট ফুড শাফালে মিলছে, বাড়িতে ট্রাই করতে চান, রইল রেসিপি ভিডিও
advertisement
advertisement
ভাটপাড়া ও মেচপাড়া বাগানের ২০ বছর ও তার উর্ধ্বে সকল জনগণের রক্ত পরীক্ষা করতে চলেছে স্বাস্থ্য দফতর। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, বর্তমানে ব্লকে ১২ জন ফাইলেরিয়া রোগে আক্রান্ত রয়েছে। এরমধ্যে ৮ জনই মেচপাড়া ও ভাটপাড়া চা বাগানের বাসিন্দা। তাই এবার এই মেচপাড়া ও ভাটপাড়া বাগানের প্রায় ৬৫০ জন বাসিন্দাদের রক্ত পরীক্ষা করতে চলেছে স্বাস্থ্য দফতর।
advertisement
স্বাস্থ্য দফতর তরফে জানান হয়েছে, মূলত এটি একটি মশাবাহিত রোগ। কিউলেক্স মশা এই রোগটির জীবাণুর বাহক। আর এই জীবাণু শরীরে প্রবেশ করলেও দিনের বেলায় তা রক্তে মিশে যায় না। বরং রাতে তা রক্তের সঙ্গে মিশে যায়।
কালচিনি ব্লক স্বাস্থ্য আধিকারিক শ্রীকান্ত মন্ডল জানান, “এই কারণে রাত ৮ থেকে ১২ টার মধ্যে আগামী ২১ সেপ্টেম্বর মেচপাড়া ও ভাটপাড়ায় রক্তের নমুনা সংগ্রহ করা হবে। গত ফেব্রুয়ারি মাসে প্রতিটি স্কুলে গিয়ে রক্তপরীক্ষা করা হয়।তারপরেই আক্রান্তদের হদিস মিলেছিল।”
advertisement
এছাড়াও স্বাস্থ্য দফতর তরফে জানান হয়, কিশোর বা তার থেকেও কম বয়সে এই মশা কামড়ালে তার লক্ষণ বয়স বাড়লে দেখা যায়। হাত ফোলা, পা ফোলা, হাইড্রোসিল এই রোগের ফলেই হয়ে থাকে। তবে ম্যালেরিয়া ও ডেঙ্গি রুখতে সাধারণত যা যা করণীয়, এই ফাইলেরিয়া বা গোদ রুখতে সেই একই সতর্কতা অবলম্বন করতে হবে।
advertisement
অনন্যা দে
Location :
Kolkata,West Bengal
First Published :
September 15, 2023 3:13 PM IST
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: মাথা চারা দিচ্ছে বিলুপ্তপ্রায় ফাইলেরিয়া! উদ্বিগ্নে প্রশাসন