Alipurduar News: ভুট্টা চাষ করে মাথায় হাত কৃষকদের
- Published by:Ananya Chakraborty
Last Updated:
কালচিনির ব্লক কৃষি আধিকারিক জানান, পর্যাপ্ত বৃষ্টিপাত না হওয়ার কারণে ভুট্টার ফলন সেভাবে হয়নি।
আলিপুরদুয়ার: ভুট্টা চাষ করে ক্ষতির মুখে পূর্ব সাঁতালির কৃষকেরা। জমিতে ফলন তেমন না হওয়ায় চাষের খরচটুকু যে উঠবে না সেই বিষয়ে একরকম নিশ্চিত তাঁরা। এই লোকসানের ধাক্কা কী করে সামলাবেন সেটাই তাঁরা এখন ভেবে পাচ্ছেন না।
আলিপুরদুয়ারের এই কৃষকরা জানিয়েছেন, নিজেদের পকেটের টাকা খরচ করেই ভুট্টা বীজ কিনেছিলেন। এরপর মোটা টাকা দিয়ে সার কিনে জমিতে দেন। কিন্তু তারপরও ফলন ঠিকঠাক হয়নি। পূর্ব সাঁতালির প্রায় দেড়শজন কৃষক কৃষিকাজের সঙ্গে যুক্ত। কেউ দু'বিঘা, আবার কেউ তিন বিঘা জমিতে ভুট্টা চাষ করেন। এই কৃষকদের অভিযোগ, চলতি বছর কৃষি দফতরের পক্ষ থেকে তাঁদের ভুট্টার বীজ দেওয়া হয়নি। তাই গ্যাঁটের কড়ি খরচ করে বীজ কিনতে হয়েছিল।
advertisement
advertisement
তাঁদের বর্তমান পরিস্থিতি নিয়ে বলতে গিয়ে বুদ্ধিমায়া ছেত্রী নামে এক কৃষক বলেন, এক বিঘা জমিতে এক কেজি ভুট্টার বীজ দরকার হয়। দু'বিঘা জমিতে দু'কেজি। যা কিনতে তিনশ টাকা খরচ হয়েছে। এরপর জমিতে সারের খরচ আছে। সব মিলিয়ে দু'হাজার টাকা খরচ হয়েছে। কিন্তু ফলন এখনও হল না। হয়তো সারের দামটুকুও উঠবে না।
advertisement
এদিকে কৃষি দফতরের পক্ষ থেকে কৃষকদের ভুট্টার বীজ না দেওয়ার বিষয়টি স্বীকার করে নেওয়া হয়েছে।কালচিনির ব্লক কৃষি আধিকারিক জানান, পর্যাপ্ত বৃষ্টিপাত না হওয়ার কারণে ভুট্টার ফলন সেভাবে হয়নি।
অনন্যা দে
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
April 07, 2023 8:42 PM IST