Alipurduar News- কুকুরের হামলায় হরিণ শাবকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য এলাকায়
- Published by:Samarpita Banerjee
Last Updated:
জঙ্গল থেকে লোকালয়ে চলে আসে একটি হরিণ, কিছুক্ষনের মধ্যেই খবরটি ছড়িয়ে পড়ে এবং গ্রামের লোকজন ভিড় জমাতে শুরু করেন
#আলিপুরদুয়ার: জঙ্গল থেকে লোকালয়ে চলে আসে একটি হরিণ, কিছুক্ষণের মধ্যেই খবরটি ছড়িয়ে পড়ে এবং গ্রামের লোকজন ভীড় জমাতে শুরু করেন।লোকজনের হৈ হুল্লোড়ে ভয় পেয়ে দিকভ্রান্ত হয়ে পরে হরিণ শাবকটি। হরিণ শাবকটি নিরবালা দাসের বাড়ি থেকে বেরিয়ে স্থানীয় বামন দাস গৌড়িয় মঠের পাশ দিয়ে ছুটে চলে যায় এবং লুকিয়ে পড়ে। বন দফতরের ভলকা রেঞ্জে খবর দেওয়া হলে বন কর্মীরা ঘটনাস্থলে যান। অনেক খোঁজাখুঁজি করেও তারা হরিণ শাবকটিকে পাননি। বনকর্মীরা খবর পেয়ে এলেও গতিপথ আন্দাজ করা যায়নি হরিণ শাবকের।এবার কুকুরের হামলায় মৃত্যু হল জঙ্গল থেকে লোকালয়ে চলে আসা হরিণ শাবকটির।
জানা গেছে, বুধবার সকাল নটা নাগাদ আচমকাই হরিণ শাবকটি ঢুকে পড়ে কুমারগ্রাম ব্লকের ভল্কা বারোবিশা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের, লস্করপাড়া গ্রামের বাসিন্দা নিরবালা দাসের বাড়িতে। প্রথমটায় তারা বুঝতে পারেননি এটি হরিণ শাবক। স্থানীয় বাসিন্দা শিশির দাস জানান, ভোরবেলা কুকুরদের ঘেউ ঘেউ শুনে তিনি এগিয়ে যান এবং হরিণ শাবকটিকে মৃত অবস্থায় দেখতে পেয়ে বন দফতরে খবর দেন। হরিণ শাবকটির শরীরে ক্ষত দেখে তার ধারনা কুকুরদের হামলাতেই হরিণ শাবকটি মারা গিয়েছে।এদিন, হরিণ শাবকটিকে মৃত অবস্থায় দেখতে পেয়ে গ্রামবাসীরা বন কর্মীদের খবর দিলে বন কর্মীরা এসে মৃত হরিণ শাবকটিকে ময়না তদন্তের জন্য নিয়ে যান। তাদের ধারনা, বৃহস্পতিবার রাতে গ্রামের কুকুরের হামলায় শাবকটির মৃত্যু হয়েছে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
view commentsLocation :
First Published :
March 22, 2022 9:00 PM IST