Inspiration: ক্যানসার রোগীর মুখে হাসি ফোটাতে পুজোর আগে লম্বা চুল বিসর্জন কিশোরীর

Last Updated:

Inspiration: ক্যানসার রোগীদের সাহায্যার্থে নিজের লম্বা চুল কেটে এক স্বেচ্ছাসেবী সংস্থাকে দিল আলিপুরদুয়ারের ছাত্রী সৃঞ্জিতা কর্মকার

+
আলিপুরদুয়ারের

আলিপুরদুয়ারের ছাত্রী সৃঞ্জিতা কর্মকার

অনন্যা দে, আলিপুরদুয়ার: পুজোর আগে চুলের স্টাইল নিয়ে ভাবে কিশেরী থেকে তরুণী সকলেই। চুল বাহারি সাজে স্টাইলিশ করে তুলতে পছন্দ করেন সকলে। কিন্তু এমন সময়েই অন্য পথে পা মেলাল সৃঞ্জিতা।
ক্যানসার রোগীদের সাহায্যার্থে নিজের লম্বা চুল কেটে এক স্বেচ্ছাসেবী সংস্থাকে দিল আলিপুরদুয়ারের ছাত্রী সৃঞ্জিতা কর্মকার। আলিপুরদুয়ারের এক স্কুল পড়ুয়া সে। আলিপুরদুয়ার চৌপথী সংলগ্ন এক বিউটি পার্লারে গিয়ে ১৪ ইঞ্চি লম্বা চুল কেটে ফেলে সৃঞ্জিতা কর্মকার। তার বয়স ১৫ বছর।
দশম শ্রেণির ছাত্রী সৃঞ্জিতা জানায়,”পুজোর আগে চুল কাটতে ভাল লাগছিল না। কিন্তু ভাবলাম ক্যানসার রোগীদের সাহায‍্য হবে। তাদের মধ‍্যে কারওর একজনের মুখে হাসি ফুটবে। তাই ৪ বছর ধরে চুল লম্বা করছিলাম। ক্যানসার রোগীদের মুখে হাসি ফুটবে ভেবেই আমি খুশি।”
advertisement
advertisement
সৃঞ্জিতা আরও বলে, “আমি জানি ক্যানসার রোগীদের অনেক কষ্ট হয়। তাদের চুল পড়ে যায় রেডিয়েশনের সময়। তাই আমি আমার চুল দান করলাম। আশা করি, আমার চুল দিয়ে কোনও এক ক্যানসার রোগী একটু স্বস্তি পাবেন।”
সৃঞ্জিতার এই উদ্যোগ অন্যান্যদের অনুপ্রাণিত করবে বলে আশা স্বেচ্ছাসেবী সংস্থার সদস‍্যদের। সংস্থার তরফে অনুপ চক্রবর্তী জানান, ‘‘আমরা চাই আরও অনেকে এগিয়ে এসে চুল দান করুক।তবে এই ছোট মেয়েটির ভাবনা সত‍্যি প্রশংসনীয়।এতটুকু বয়সে সমাজের জন‍্য কিছু করছে দেখে ভাল লাগছে।’’
view comments
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Inspiration: ক্যানসার রোগীর মুখে হাসি ফোটাতে পুজোর আগে লম্বা চুল বিসর্জন কিশোরীর
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement