Alipurduar News: ছোট্ট দোকান, পুলিশ তল্লাশি চালাতেই চোখ কপালে উঠল, ওগুলো কী?
- Reported by:ANNANYA DEY
- news18 bangla
- Published by:Rukmini Mazumder
Last Updated:
কালচিনি ব্লকের সেন্ট্রাল ডুয়ার্স এলাকায় পুলিশি অভিযানে ও কী মিলল? চোখ কপালে পুলিশ থেকে স্থানীয়দের
আলিপুরদুয়ার: কালচিনি ব্লকের সেন্ট্রাল ডুয়ার্স এলাকা থেকে প্রচুর পরিমান নেশার ট্যাবলেট-সহ এক মহিলাকে গ্রেফতার করল কালচিনি থানার পুলিশ।
অভিযুক্ত মহিলাকে মঙ্গলবার সকালে জলপাইগুড়ি আদালতে তোলা হয় । জানা গিয়েছে, গতকাল, সোমবার রাতে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে কালচিনি থানার পুলিশ কালচিনি ব্লকের সেন্ট্রাল ডুয়ার্স এলাকায় অভিযান চালায়। অভিযানে স্থানীয় বাসিন্দা প্রীতি লামাকে গ্রেফতার করে। তার কাছ থেকে উদ্ধার হয়েছে প্রচুর নেশার ট্যাবলেট।
কালচিনি থানার ওসি টিএন লামা জানান, অভিযুক্ত মহিলা নিজের গালামালের দোকান থেকেই নেশার ট্যাবলেট বিক্রি করত। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে এদিন অভিযান চালিয়ে মহিলাকে হাতেনাতে গ্রেফতার হয়েছে। মহিলার কাছ থেকে প্রায় ১ হাজার স্ট্রিপ নেশার ট্যাবলেট উদ্ধার হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে এনডিপিএস আ্যক্টে মামলা দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। পুলিশের অনুমান প্রতিবেশি দেশ ভুটান থেকে ওষুধ আনা হয়েছিল।
advertisement
advertisement
Annanya Dey
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
May 23, 2023 11:36 PM IST
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: ছোট্ট দোকান, পুলিশ তল্লাশি চালাতেই চোখ কপালে উঠল, ওগুলো কী?







