Alipurduar News: লটারির দোকান খুলতে এসে হতবাক অবস্থা, ভাঙা দরজার সামনে হাহাকার

Last Updated:

হাসিমারা চৌপথি এলাকায় চুরির ঘটনায় চাঞ্চল্য৷ সোমবার সাতসকালে হাসিমারার একটি লটারির দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়।এদিন সকালে দোকানের মালিক এসে দেখেন দোকানের দরজা ভাঙা অবস্থায় রয়েছে।হাসিমারা ফাঁড়ির নাকের ডগায় চুরির ঘটনায় নিরাপত্তা নিয়ে উঠেছে প্রশ্ন।

চুরির ঘটনার তদন্তে পুলিশ 
চুরির ঘটনার তদন্তে পুলিশ 
#আলিপুরদুয়ার: সোমবার সাতসকালে হাসিমারার একটি লটারির দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। এদিন সকালে দোকানের মালিক এসে দেখেন দোকানের দরজা ভাঙা অবস্থায় রয়েছে। হাসিমারা ফাঁড়ির নাকের ডগায় চুরির ঘটনায় নিরাপত্তা নিয়ে উঠেছে প্রশ্ন। জানা যায়,হাসিমারা চৌপথি এলাকায় লটারির দোকানটি রয়েছে। লটারির পাশাপাশি পান, বিভিন্ন ধরনের খাবার বিক্রি করেন দোকানের মালিক।
সোমবার সকালে হাসিমারা চৌপথি এলাকায় মিঠুন দে-র দোকানের দরজা ভাঙ্গা ,তালা ভাঙ্গা দেখতে পায় এলাকার বাসিন্দারা।এরপর তারা খবর দেন দোকানের মালিককে। ঘটনাস্থলে দোকানের মালিক ও তার পরিবারের সদস্যরা এসে দেখতে পান দোকানের জিনিসপত্র, নগদ টাকা সবকিছু চুরি গিয়েছে। খবর দেওয়া হয় হাসিমারা পুলিশ ফাঁড়িতে। ঘটনাস্থলে হাসিমারা ফাঁড়ির পুলিশ পৌছে।দোকানটি খতিয়ে দেখেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা যায়।
advertisement
advertisement
দোকান মালিক মিঠুন দে জানান নগদ পাঁচ হাজার টাকা, পান মশলা, ২০ হাছার টাকার লটারি চুরি হয়েছে।ক্ষতি বিশালরকমের হয়েছে।এই দোকান তার সম্বল।এখন দোকানের ক্ষয়ক্ষতি কিভাবে মিটবে সেবিষয়ে চিন্তার কালো মেঘ জমেছে তার মাথায়। এলাকাবাসীদের মতে একাজ নেশায় আসক্তদের।হাসিমারা চৌপথি এলাকায় রাত বাড়লেই দৌরাত্ম্য বাড়ে সমাজবিরোধীদের বলে অভিযোগ।রাতে রাস্তায় বেরনো যায় না বলে এলাকাবাসীরা জানান।অভিযোগ জানানো হয়েছে গ্রাম পঞ্চায়েত ও পুলিশ ফাঁড়িতে।তারপরেও দৌরাত্ম্য কমেনি সমাজ বিরোধীদের।
advertisement
এদিকে সাসিমারা চৌপথি এলাকায় রয়েছে প্রচুর দোকান।একটু এগোলেই বসে হাসিমারা বাজার।এলাকাবাসীরা আতঙ্কেই থাকতেন কবে চুরির ঘটনা ঘটে যায়।তাদের আশঙ্কা সত্যি হল।সোমবার সকালে চুরির ঘটনা প্রকাশ্যে এল।এলাকাবাসীদের মতে গত কয়েকদিন ধরে এলাকায় বৃষ্টিপাত হচ্ছে।গতকাল রাতে বৃষ্টির সুযোগকে কাজে লাগিয়ে এই ঘটনা ঘটিয়েছে সমাজবিরোধীরা।পুলিশের টহল এলাকায় চলছে না বলে অভিযোগ।এই এলাকায় রাতের বেলায় পুলিশের টহলের দাবি জানিয়েছেন তারা।
advertisement
Annanya Dey
view comments
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: লটারির দোকান খুলতে এসে হতবাক অবস্থা, ভাঙা দরজার সামনে হাহাকার
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement