হোম /খবর /আলিপুরদুয়ার /
বুদ্ধ পূর্ণিমা পালিত হল ডুয়ার্সের চা বলয়জুড়ে! দেখুন ভিডিও

Alipurduar News: বুদ্ধ পূর্ণিমা পালিত হল ডুয়ার্সের চা বলয়জুড়ে! দেখুন ভিডিও

X
বুদ্ধ [object Object]

Alipurduar News: বুদ্ধ পূর্ণিমা পালিত হচ্ছে চা বলয়ের গুম্ফাগুলিতে। রঙীন অনুষ্ঠানের মধ‍্য দিয়ে উদযাপিত হয় দিনটি।

  • Share this:

আলিপুরদুয়ার: বুদ্ধ পূর্ণিমা পালিত হচ্ছে চা বলয়ের গুম্ফাগুলিতে।ডুয়ার্সের চা বলয়ে রয়েছে প্রচুর বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষেরা।রঙীন অনুষ্ঠানের মধ‍্য দিয়ে উদযাপিত হয় দিনটি। ডুয়ার্সের কালচিনি,মাদারিহাট চা বলয়ে অপেক্ষাকৃত বেশি বৌদ্ধ ধর্মাবলম্বীদের সংখ‍্যা।প্রতিটি চা বাগানে রয়েছে ছোট গুম্ফা।সেখানে থাকেন বৌদ্ধ ভিক্ষুরা।আর গৌতম বুদ্ধের শান্ত স্নিগ্ধ প্রতিমা।এই গুম্ফাগুলির আশেপাশে ছড়িয়ে থাকে শান্তির পরিবেশ।বুদ্ধ পূর্ণিমা উদযাপনে তেমন আড়ম্বর দেখা যায় না ঠিকই এই ছোট গুম্ফাগুলিতে।তবে গুম্ফায় প্রবেশ করলে বৌদ্ধ ভিক্ষুদের বুদ্ধং শরণম গচ্ছামি মন্ত্রে মন শান্ত হয়ে যায়।

বৈশাখী পূর্ণিমার এই পবিত্র তিথিতে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন এই দিনে বৌদ্ধধর্মাবলম্বীরা স্নান সেড়ে নতুন বস্ত্র পরিধান করে। গুম্ফায় বুদ্ধের বন্দনায় রত থাকেন। ভক্তরা প্রতিটি মন্দিরে বহু প্রদীপ প্রজ্জ্বলিত করেন, ফুলের মালা দিয়ে মন্দিরগৃহ সুশোভিত করে বুদ্ধের আরাধনায় নিমগ্ন হন। এছাড়া বুদ্ধগণ এই দিনে বুদ্ধ পূজার পাশাপাশি পঞ্চশীল, অষ্টশীল, সূত্রপাঠ, সূত্রশ্রবণ, সমবেত প্রার্থনা করে থাকেন।

আরও পড়ুন:  এমন প্রেমের কথা জীবনেও শোনেননি! ত্রিকোণ সম্পর্কের জেরে যা কাণ্ড হল, তাজ্জব বনগাঁ

বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে এদিন ভাটপাড়া চা বাগানের গুম্ফা থেকে একটি শোভাযাত্রা বের করা হয়।এই শোভাযাত্রায় বৌদ্ধ ধর্মগ্রন্থ মাথায় নিয়ে হাঁটেন ধর্মাবলম্বী মানুষেরা।এই শোভাযাত্রায় হাজির হয়েছিলেন কালচিনির বিধায়ক বিশাল লামা।

Annanya Dey

Published by:Piya Banerjee
First published:

Tags: Alipurduar news, Buddha Purnima, Dooars