আলিপুরদুয়ার: ফের বাইসনের হানা উত্তর কামসিং গ্রামে।আতঙ্ক কাটছেনা এলাকাবাসীদের। এলাকায় গতকাল সকাল থেকে দাঁপিয়ে বেড়িয়েছিল দু'টি বাইসন। তারপরে একটি বাইসনকে ঘুমপাড়ানি গুলিকরে উদ্ধার করে নিয়ে যায় বনকর্মীরা। একটি বাইসন তখনও পর্যন্ত ভুট্টা খেতে ছিল।
শুক্রবার ওই বাইসনটিকে আবার দেখতে পান এলাকার সাধারণ মানুষরা।এলাকাবাসীদের কথায় তারা নিজেদের অসুরক্ষিত মনে করছেন।বাইসনটি বাড়ির উঠোন দিয়ে দৌড়াচ্ছে।বাড়ির বেড়া ভেঙে দিচ্ছে।তাণ্ডব চালাচ্ছে পাট খেতে।রোজ এমন ঘটনা মেনে নেওয়া যায় না।
আরও পড়ুন: ভিটামিন ই ক্যাপসুল ত্বকের জাদুকর! যৌবন থাকবে টান-টান! শুধু জানতে হবে ব্যবহারের সঠিক পদ্ধতি
আরও পড়ুন:
এরপর খবর দেওয়া হয় জলদাপাড়া বনদফতরে। বনকর্মীরা বাইসন উদ্ধার করার জন্য চেষ্টা চালাচ্ছে।এখনও বাইসনটিকে বাগে আনতে পাড়েনি বনকর্মীরা।বাইসনটির ওপর নজরদারী চালাচ্ছে বনকর্মীরা।
Annanya Dey
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Alipurduar news, Bison