Alipurduar News- রাত পোহালেই আলিপুরদুয়ার জেলার পৌর নির্বাচন
- Published by:Samarpita Banerjee
Last Updated:
নির্বাচনী প্রচার শেষ হতেই চায়ের ঠেক থেকে সন্ধ্যা আড্ডার আসর ভোট চর্চা জেলাজুড়ে
#আলিপুরদুয়ার- রাত পোহালেই আলিপুরদুয়ারের পুরভোট। ভোটারদের ভোটে নির্বাচিত হয়ে গুরুদায়িত্ব পাবেন পৌরসভার প্রার্থীরা, যারা আগামী ৫ বছর শহরের উন্নয়নকাজের নেতৃত্ব দেবেন (Alipurduar News)। নির্বাচনী প্রচার শেষ হতেই চায়ের ঠেক থেকে সন্ধ্যা আড্ডার আসরে ভোটের চর্চা জেলাজুড়ে। ২০১৯ এর লােকসভা নির্বাচনে বিরাট ব্যবধানে হার। ২০২১ এর বিধানসভায়ও একই ধারা অব্যাহত ছিল আলিপুরদুয়ার জেলায় তৃণমূল কংগ্রেসের।
২০১৪ সালে ২৫ জুন জলপাইগুড়ি জেলা থেকে বের করে এনে আলিপুরদুয়ার কে পৃথক একটি জেলার মর্যাদা দেওয়া হয়। আলিপুরদুয়ার পৌরসভা ও ছয়টি ব্লক নিয়ে গঠন করা হয় এই জেলা (Alipurduar News)। ইতিমধ্যে আলিপুরদুয়ারের ফালাকাটা জেলার দ্বিতীয় পৌরসভা হিসেবে অনুমোদন পায়। নবগঠিত ফালাকাটা পৌরসভা ও আলিপুরদুয়ার পৌরসভা নিয়ে ভোটের প্রচার শেষে উৎকন্ঠার পারদ চড়ছে জেলা জুড়ে। প্রশাসনিক তথ্য অনুযায়ী জানা গেছে, আলিপুদুয়ার জেলায় পুরভোটে মোট ভোটারের সংখ্যা ১ লক্ষ ১৩ হাজার ৩৭জন। মোট ৩৮ টি ওয়ার্ডে তৈরি হয়েছে ১২৫ টি বুথ। চরম প্রতিদ্বন্দ্বিতায় লড়াইয়ের ময়দানে নেমেছে একাধিক দল। (Alipurduar News)
advertisement
আলিপুরদুয়ার পৌরসভা:আলিপুরদুয়ার পৌরসভায় মোট ভোটারের সংখ্যা ৫৬হাজার ৩৭৪ জন। এই পৌরসভায় মোট ২০টি ওয়ার্ডে বুথ রয়েছে মোট ৬৮টি। এই পৌরসভায় লড়ছে তৃণমূল কংগ্রেস, কংগ্রেস ,বিজেপি, সিপিআইএম সহ একাধিক দল। তথ্য অনুযায়ী আলিপুরদুয়ার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে মোট ভোটারের সংখ্যা ৩০৩৯জন, বুথ রয়েছে ৪টি।
advertisement
ফালাকাটা পৌরসভা: নব অনুমোদিত ফালকাটা পৌরসভার পুরভোট এবার প্রথম । প্রশাসনিক তথ্য অনুযায়ী ফালকাটা পৌরসভার অন্তর্গত মোট ১৮টি বুথে ভোটার সংখ্যা রয়েছে ৪৪ হাজার ৯৬৩জন। ১ নং ওয়ার্ডে মোট ভোটারের সংখ্যা ২৩৮৭ জন, বুথ রয়েছে মোট তিনটি । এই পৌরসভায় প্রার্থী দিয়েছে তৃণমূল কংগ্রেস,বিজেপি, সিপিআইএম সহ একাধিক রাজনৈতিক দল। প্রসঙ্গত, ২০১৩ সালে আলিপুরদুয়ারে শেষ বার পুরভোট হয়। সেবারের ভোটে ২০টি ওয়ার্ডের মধ্যে বামেরা আটটি, কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস উভয়েই ৬টি করে ওয়ার্ড পায় (Alipurduar News)। ভোটের পর বামেরা বোর্ড গঠন করে। ভোটের একবছর পর কংগ্রেসের ৬ জন কাউন্সিলরকে নিয়ে বোর্ড দখল নেয় তৃণমূল।এদিকে আঁটোসাঁটো নিরাপত্তার মধ্যে দিয়ে ভোট প্রক্রিয়া সম্পন্ন করার জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছে আলিপুরদুয়ার জেলা প্রশাসন। নব অনুমোদিত ফালকাটা ব্লক নিয়ে আলিপুদুয়ার জেলার পুরভোটে পৌরসভার সিংহাসন কার দখলে যায়, সেই দিকেই চোখ জেলাবাসীর।
advertisement
Dependra Nath Lahiri
Location :
First Published :
February 26, 2022 7:41 PM IST