আশঙ্কায় চাকরিপ্রার্থীরা, শিক্ষক নিয়োগে প্রকাশিত তালিকা নিয়ে হাইকোর্টে প্রশ্নের মুখে SSC

Last Updated:
 #কলকাতা: ফের কলকাতা হাইকোর্টে অস্বস্তির মুখে স্কুল সার্ভিস কমিশন ৷ একাদশ-দ্বাদশ স্তরে শিক্ষক নিয়োগে এসএসসি প্রকাশিত তালিকা এবার প্রশ্নের মুখে ৷ তালিকা নিয়ে এদিন স্কুল সার্ভিস কমিশনকে গুরুত্বপূর্ণ প্রশ্ন করে কলকাতা হাইকোর্ট ৷ কমিশনের কাছে আদালত জানতে চায়, ‘এই তালিকা’র সঠিক অর্থ কী? শুক্রবার ফের এই মামলার শুনানি ৷
একের পর এক মামলার জটে আবদ্ধ শিক্ষক নিয়োগ ৷ এসএসসি একাদশ-দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগকে নিয়ে দায়ের একাধিক মামলা ৷ একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের জন্য কাউন্সেলিংয়ের আগে ‘তালিকা ’ প্রকাশ করে হাইকোর্টে প্রশ্নের মুখে স্কুল সার্ভিস কমিশন ৷ ২০১৬ সালের ডিসেম্বর মাসে পরীক্ষায় বসেন প্রায় এক লক্ষ ৪১ হাজার পরীক্ষার্থী ৷ এরপর ৬ জুলাই তাদের ওয়েবসাইটে কাউন্সেলিংয়ের বিজ্ঞপ্তি জারি করে এসএসসি ৷ পিডিএফ ফর্ম্যাটে মেধাতালিকা প্রকাশ না করে কাউন্সেলিংয়ের বিজ্ঞপ্তি জারি করায় প্রথমবারের জন্য বন্ধ হয়ে যায় একাদশ দ্বাদশের কাউন্সেলিং প্রক্রিয়া ৷
advertisement
বিচারপতি শেখর ববি সরাফ কাউন্সেলিংয়ের ন্যূনতম তিনদিন আগে মেধাতালিকা প্রকাশ করায় নিয়োগ প্রক্রিয়া শুরুর সবুজ সংকেত দেন ৷ আদালতের নির্দেশে, কোর্টের নির্দেশ মতো ১৬ জুলাই মেধাতালিকা প্রকাশ করে কমিশন ৷ সেই মেধাতালিকাতেও অনিয়মের অভিযোগে ফের ১৭ জুলাই দায়ের হয় একটি মামলা ৷ ওই তালিকায় ওঠে একাধিক ক্রুটির অভিযোগ। কমিশনের বিরুদ্ধে নিয়মভঙ্গের অভিযোগ ও প্যানেল বাতিলের দাবি তুলে আদালতের দ্বারস্থ হন বিশ্বজিৎ বিশ্বাস সহ একাধিক নিয়োগ প্রার্থী ৷
advertisement
advertisement
আরও পড়ুন 
মামলাকারীদের অভিযোগ, এই ‘তালিকা’ স্কুল সার্ভিস কমিশনের রুল মেনে তৈরি করা হয়নি ৷ এসএসসি-র রুলের ১২ নং ধারা, ৭ও ৮ উপধারা মেনে মেধাতালিকা প্রকাশ করেনি কমিশন ৷ এদিন বিচারপতি শেখর ববি সরাফের সিঙ্গল বেঞ্চেই ছিল এই মামলার শুনানি ৷ সেখানেই বিচারপতি বলেন, ‘মার্কস ছাড়া মেরিট লিস্ট তৈরি হয় কিভাবে? নম্বর না থাকলে পিছিয়ে থাকা নিয়োগপ্রার্থীরা বুঝবেন কী করে কেন তারা মেধা তালিকায় স্থান পাননি?’
advertisement
এরপরই বিচারপতি সরাফ স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী ডঃ সুতনু পাত্রের উদ্দেশ্যে প্রশ্ন ছোঁড়েন, ‘স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে পিডিএফ ফর্ম্যাটে প্রকাশিত তালিকা আদতে কী? এটা কী শুধুই তালিকা নাকি মেধাতালিকা? নাকি এই তালিকাকে নিয়োগ তালিকা বলব আমরা?’ উত্তরে এসএসসি-এর আইনজীবী বলেন, ‘না, এটি নিয়োগ তালিকা নয় ৷’ বিচারপতির পাল্টা প্রশ্ন, ‘তবে এই তালিকা আদতে কি?’ এই প্রশ্নের কোনও জবাব দিতে না পেরে কমিশনের আইনজীবী জানান, উত্তর জেনে এসে জানাবেন (ইন্সট্রাকশন) ৷ শুক্রবার সকাল সাড়ে দশটায় তালিকা প্রশ্নে হাইকোর্টকে উত্তর দেবে কমিশন ৷
advertisement
আরও পড়ুন 
আগামিকাল একাদশ দ্বাদশ শ্রেণীর কাউন্সেলিংয়ের বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে দায়ের হওয়া আরও একটি মামলার শুনানি রয়েছে ৷ কাল হাইকোর্টে স্পষ্ট হতে পারে এসএসসি প্রকাশিত ‘তালিকা’ আদতে কী ৷ যদিও বৃহস্পতিবার অর্থাৎ আজ থেকেই শুরু হয়ে গিয়েছে একাদশ-দ্বাদশ শ্রেণীর কাউন্সেলিং প্রক্রিয়া ৷ ২০১৩ সালের পর ফের একাদশ-দ্বাদশ স্তরে শিক্ষক নিয়োগে কাউন্সেলিং প্রক্রিয়া শুরু করেছে এসএসির ৷ যত সময় যাচ্ছে বিদ্যালয়গুলিতে দিনদিন বেড়ে চলেছে শূন্য পদ ৷ শিক্ষার গুণগত মান ধরে রাখতে অবিলম্বে রাজ্যে আরও শিক্ষক নিয়োগের প্রয়োজনীয়তা রয়েছে ৷
advertisement
রিপোর্টার -অর্ণব হাজরা
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
আশঙ্কায় চাকরিপ্রার্থীরা, শিক্ষক নিয়োগে প্রকাশিত তালিকা নিয়ে হাইকোর্টে প্রশ্নের মুখে SSC
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement