টেস্ট চ্যাম্পিয়নশিপের আওতায় নেই আফগানিস্তান

Last Updated:

নতুন টেস্ট স্টেটাস পাওয়া আফগানিস্তান ও আয়ারল্যান্ডকে টেস্ট চ্যাম্পিয়নশিপের আওতায় আনা হচ্ছে না।

#কলকাতা: চলতি বছরের ১৪ জুন বেঙ্গালুরুতে ভারতের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলবে আফগানিস্তান। কিন্তু পরবর্তী এফটিপিতে এই দু’দেশের মধ্যে কোনও টেস্ট সিরিজ হবে না। এমনকী, নতুন টেস্ট স্টেটাস পাওয়া আফগানিস্তান ও আয়ারল্যান্ডকে টেস্ট চ্যাম্পিয়নশিপের আওতায় আনা হচ্ছে না।
আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সিইও শফিক স্ট্যানিকজাই বলেন,
আগামী বছরের যা সূচি, তাতে ভারতীয় দলকে সারা বছর অনেক টুর্নামেন্ট খেলতে হবে ৷ আমরা যেহেতু টেস্ট চ্যাম্পিয়নশিপের মধ্যে নেই ৷ তাই প্রথম টেস্ট ভারতের বিরুদ্ধে খেলতে পেরে খুশি আমরা ৷ নতুন এফটিপি-তে আমরা বছরে ১৪-১৮ টা টেস্ট খেলতে পারব ৷
advertisement
কলকাতায় বুধবার আইসিসির বৈঠকে সিদ্ধান্ত হয় যে টেস্ট চ্যাম্পিয়নশিপে না থাকলেও ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, উইন্ডিজের বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজ খেলবেন নবি, রশিদরা। বৈঠকের মধ্যেই ২০১৯ বিশ্বকাপের আংশিক সূচি ঘোষণা করে আইসিসি। ৩০ মে প্রথম ম্যাচে ওভালে আয়োজক ইংল্যান্ডের সামনে দক্ষিণ আফ্রিকা। আজ, বৃহস্পতিবার বৈঠকের শেষ দিনে বিশ্বকাপের সম্পূর্ণ সূচি ঠিক হয়ে যাবে।
বাংলা খবর/ খবর/খেলা/
টেস্ট চ্যাম্পিয়নশিপের আওতায় নেই আফগানিস্তান
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement