‘শর্ত’ পূরণ করলেই আসন্ন নির্বাচনে বিজেপির হয়ে প্রচার করবে আপ ! মন্তব্য কেজরিওয়ালের
Last Updated:
তবে কি রাজনীতির পাশা উল্টে গেল ? শিরোনাম দেখে এমনটা মনে হতেই পারে ৷ কারণ ২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে একদিকে বিজেপিকে ঠেকাতে বিরোধী জোটগুলি তৃতীয় জোট গঠনের তোড়জোড় করছে ৷
#নয়াদিল্লি: তবে কি রাজনীতির পাশা উল্টে গেল ? শিরোনাম দেখে এমনটা মনে হতেই পারে ৷ কারণ ২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে একদিকে বিজেপিকে ঠেকাতে বিরোধী জোটগুলি তৃতীয় জোট গঠনের তোড়জোড় করছে ৷ ঠিক সেই সময়ই আপের গলায় উল্টোসুর ৷ আসন্ন লোকসভা নির্বাচনের আগে বিজেপির পক্ষ নিয়ে প্রচার চালাবে আপ ৷ তবে, শর্ত রয়েছে একটাই ৷ ‘স্বতন্ত্র’ হোক দিল্লি ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে এমনটাই দাবি জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৷
দিল্লির বিধানসভা থেকে কেজরিওয়াল বলেন, ২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে বিজেপির হয়ে প্রচার চালাবেন অরবিন্দ কেজরিওয়াল ৷ তবে, দিল্লিকে ‘স্বতন্ত্র’ হিসেবে ঘোষণা করতে হবে ৷ তাহলেই দিল্লির প্রতিটি ভোট বিজেপির পক্ষেই যাবে ৷ তবে, যদি এর অন্যথা হয় ৷ তাহলে দিল্লি থেকে ‘বিজেপি হঠাও’ স্লোগান উঠবে ৷ এমনটাই দাবি করলেন মুখ্যমন্ত্রী কেজরিওয়াল ৷
advertisement
advertisement
একইসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নির্বাচনী প্রচার চালানোর সময় দিল্লিকে স্বতন্ত্র করার প্রতিশ্রুতি দিয়েছিলেন ৷ কিন্তু কোথায় গেল সেই প্রতিশ্রুতি ?’ শুধু দিল্লিবাসীর কাছেই নয় ৷ দিল্লির সাধারণ মানুষের কাছেও এই বার্তা নিয়ে আন্দোলন করার আর্জি জানিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল ৷ ভবিষ্যতে রাজ্যের উন্নয়ন এবং নিজেদের অধিকার যাতে সরাসরি প্রতিষ্ঠিত করাতে, ‘স্বতন্ত্র’ দিল্লির দাবিতে সরব হলেন মুখ্যমন্ত্রী ৷
advertisement
২০১৫সালের বিধানসভা নির্বাচনে বিজেপি এবং কংগ্রেসকে দিল্লিতে বিপুল ভোটে পরাজিত করে ক্ষমতায় উঠে আসে আপ ৷ ৭০টি আসনের মধ্যে ৬৭টিতেই জয় ছিনিয়ে নিয়েছিল বিজেপি ৷
view commentsLocation :
First Published :
June 12, 2018 2:35 PM IST