রাহুল গান্ধীর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের, হাজিরা দিতে আদালতে পৌঁছলেন
Last Updated:
‘গান্ধিজীর মৃত্যুর জন্য দায়ী আরএসএস !’
#থানে: ‘গান্ধিজীর মৃত্যুর জন্য দায়ী আরএসএস !’
২০১৪ সালে নির্বাচনী প্রচারে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর এমনই একটি মন্তব্য রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছিল ৷ অবশেষে, আরএসএসের বিরুদ্ধে করা মন্তব্যের জেরেই আইনি গেরোতে পড়লেন রাহুল গান্ধী ৷ ‘গান্ধিজীর মৃত্যুর জন্য দায়ী আরএসএস’, আরএসএসের এই মন্তব্যের জেরেই মামলা দায়ের করে আরএসএস ৷
এই মামলায় রাহুল গান্ধীর বিরুদ্ধে চার্জ গঠন করল ভিওয়ান্ডি আদালত ৷ সেই মামলার জন্যই মঙ্গলবার আদালত পৌঁছলেন রাহুল গান্ধী ৷
advertisement
advertisement
ভারতীয় দণ্ডবিধির ৪৯৯, ৫০০ ধারায় রাহুলের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের হয়েছে ৷ নির্বাচনী প্রচারে কি বলেছিলেন রাহুল গান্ধী ৷ সেই বক্তৃতাটির অডিও ক্লিপ খতিয়ে দেখেই গত ২মে রাহুলকে আদালতে ১২জুনের মধ্যে হাজিরার নির্দেশ দিয়েছিলেন বিচারক ৷
view commentsLocation :
First Published :
June 12, 2018 12:13 PM IST